TMC News: একদিকে ২১শে জুলাই, একদিনে গোষ্ঠীদ্বন্দ্ব!
বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠিদ্বন্দ্ব,জখম ২। এদিন যুব তৃণমূল কর্মী সমর্থক বাবা ও ছেলে মাঠে ধান রোয়ার কাজ করে বাড়িতে ফিরেছিল।সেই সময় এলাকার দশ বারোজন মাদার তৃণমূল কর্মী সমর্থক তাদের বাড়িতে হাজির হয়।অভিযোগ হাফিজুলকে বাড়ি থেকে টেনে বের করে এনে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে।
বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠিদ্বন্দ্ব,জখম ২। আবারও শাসকদলের গোষ্ঠি কোন্দল প্রকাশ্যে এলো।এই ঘটনায় দুজন যুব তৃণমূল কর্মী সমর্থক জখম হয়েছেন।শুক্রবার ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শিমূলতলা এলাকায়।জখম হয়েছেন হাকিম আলি লস্কর ও তার ছেলে হাফিজুল লস্কর। এদিন যুব তৃণমূল কর্মী সমর্থক বাবা ও ছেলে মাঠে ধান রোয়ার কাজ করে বাড়িতে ফিরেছিল।সেই সময় এলাকার দশ বারোজন মাদার তৃণমূল কর্মী সমর্থক তাদের বাড়িতে হাজির হয়।অভিযোগ হাফিজুলকে বাড়ি থেকে টেনে বের করে এনে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে।রক্তাক্ত অবস্থায় ওই যুব তৃণমূল কর্মী মাটিতে লুটি পড়লে তার বাবা তাকে উদ্ধার করতে এগিয়ে যায়। অভিযোগ তাকে ও বেধড়ক মারধর করা হয়েছে।ঘটনার খবর অন্যান্য যুব তৃণমূলের লোকজন ঘটনাস্থলে হাজির হয়।বাবা ও ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন।