Balurghat News: বাল্যবিবাহ রুখতে পোর্টাল!

Balurghat News: বাল্যবিবাহ রুখতে পোর্টাল!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 08, 2023 | 3:28 PM

'প্রত্যয়ী' নামক এই পোর্টালের মাধ্যমে কন্যাশ্রী বালিকাদের সব তথ্য রাখা হবে। কোন নাবালিকার বিয়ে বা যে কোন সমস্যা হলেই ওই পোর্টালের মাধ্যমে প্রশাসনকে জানাতে পারবে সাধারণ মানুষ। এর ফলে এক ছাতার তলায় পুরো বিষয়টি আসবে। জেলার সব প্রশাসনের নজরে থাকবে পুরো বিষয়টি। কোথাও বাল্য বিবাহ হচ্ছে এমন খবর পেলে দ্রুত তা বন্ধ করতে পারা যাবে৷

জেলায় বেড়ে চলা বাল্যবিবাহ রুখতে এই প্রথম নিজস্ব পোর্টাল চালু করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। ‘প্রত্যয়ী’ নামক এই পোর্টালের মাধ্যমে কন্যাশ্রী বালিকাদের সব তথ্য রাখা হবে। কোন নাবালিকার বিয়ে বা যে কোন সমস্যা হলেই ওই পোর্টালের মাধ্যমে প্রশাসনকে জানাতে পারবে সাধারণ মানুষ। এর ফলে এক ছাতার তলায় পুরো বিষয়টি আসবে। জেলার সব প্রশাসনের নজরে থাকবে পুরো বিষয়টি। কোথাও বাল্য বিবাহ হচ্ছে এমন খবর পেলে দ্রুত তা বন্ধ করতে পারা যাবে৷ পুলিশ প্রশাসন ও চাইল্ড লাইন সমন্বয় রেখেই বাল্য বিবাহ রুখতে কাজ করবে বলে। বুধবার দুপুরে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের ওই প্রত্যয়ী পোর্টালের শুভ উদ্বোধন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে সহ অন্যান্য আধিকারিক ও জেলার কন্যাশ্রী কন্যারা। মূলত, দক্ষিণ দিনাজপুর জেলা সীমান্ত ঘাঁষা জেলা। এই জেলায় কর্মসংস্থান না থাকার কারণে বাল্যবিবাহের প্রবণতা বেশি রয়েছে। প্রত্যেক বছর বাল্য বিবাহের সংখ্যা বাড়ছে। ১৮ বছর বয়সের আগেই নাবালিকা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। গ্রামীণ এলাকাতে এই বিয়ের প্রবণতা সবথেকে বেশি। যার ফলে বিয়ের মরশুমে চাইল্ড লাইন ও প্রশাসনকে বাল্যবিবাহ রুখতে চাপের মধ্যে থাকতে হয়। এর মাঝেও গোপনে নাবালিকাদের বিয়ে দেওয়া হয়। যা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। তাই এবারে এই প্রত্যয়ী পোর্টালের মাধ্যমে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। গত কয়েক মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে প্রত্যেকটি নাবালিকার তথ্য ওই পোর্টালে সমৃদ্ধ করে রাখা হয়েছে। এই পোর্টালে জেলার ৫৫ হাজার ছাত্রীর তথ্য রয়েছে। এখন থেকে বাল্যবিবাহ রুখতে ওই পোর্টাল বিশেষভাবে সহযোগিতা করবে। এর মাধ্যমে বাল্যবিবাহের প্রবণতাও কম হবে বলে মনে করছে ওয়াকিবহন মহল। এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করেছে বাল্যবিবাহ রুখতে।