Bike Fine Rules: বাইকে ৩ জন! বাড়বে বিপদ
গাড়ির তুলনায় মোটরবাইক অনেক বেশি রাস্তায় চলে। মোটরবাইক প্রায় ১.৫ কোটির বেশি রাস্তায় চলাচল করে। বাইক চালানোর জন্য বেশ কিছু নিয়ম আছে। সেই নিয়ম না মেনে বাইক চালালে দিতে হবে জরিমানা। ট্রিপল রাইডিংয় করলে বাড়তে পারে দুর্ঘটনা। বাইকে যদি ৩ জন থাকে,তাহলে জরিমানা দিতে হবে ১০০০ টাকা।
বাইক বা স্কুটারে অনেক সময় দেখা যায় ট্রিপল রাইডিং করতে। এভাবে বাইক চালালেই বাড়বে বিপদ। দিতে হতে পারে জরিমানা। গাড়ির তুলনায় মোটরবাইক অনেক বেশি রাস্তায় চলে। মোটরবাইক প্রায় ১.৫ কোটির বেশি রাস্তায় চলাচল করে। বাইক চালানোর জন্য বেশ কিছু নিয়ম আছে। সেই নিয়ম না মেনে বাইক চালালে দিতে হবে জরিমানা। ট্রিপল রাইডিংয় করলে বাড়তে পারে দুর্ঘটনা। বাইকে যদি ৩ জন থাকে,তাহলে জরিমানা দিতে হবে ১০০০ টাকা। এই জরিমানার পরিমাণ বিভিন্ন রাজ্যে বিভিন্ন হয়। অনেক সময় আপনার দু চাকা বাজেয়াপ্ত করতে পারে পুলিশ। ড্রাইভিং লাইসেন্সও নিয়ে নিতে পারে পুলিশ কিছু দিনের জন্য। জানেন কারা বেশি ট্রিপল রাইডিং করেন? যাদের বয়স ১৮ থেকে ২৪ বছর, তারা এই ধরনের কাজ বেশি করেন। নিজেদের বিপদ নিজেরাই বাড়িয়ে দেন। তাদের জন্য পথচারীরা দুর্ঘটনার কবলে পড়ে। এই ভাবে বাইক চালালে বাইকের আয়ু অনেকটাই কমে। ট্রিপল রাইডিংয় করলে কমে যায় বাইকের মাইলেজ।