ISRO: ‘ডেস্টিনেশন’ শ্রীহরিকোটার স্পেস সেন্টার
শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত হয়েছে চন্দ্রযান-৩। ১৪ জুলাই, শুক্রবার, দুপুর ২টো ৩৫ মিনিটে ইতিহাস গড়ল সে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত ছোট্ট দ্বীপ শ্রীহরিকোটা। পড়ুয়া, শিক্ষাবিদ এবং সাধারণ মানুষের জন্য এই স্পেস সেন্টারে রয়েছে বিশেষ ট্যুরের ব্যবস্থা।
শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত হয়েছে চন্দ্রযান-৩। ১৪ জুলাই, শুক্রবার, দুপুর ২টো ৩৫ মিনিটে ইতিহাস গড়ল সে। এই সময় দেশবাসীর চোখ ছিল তখন সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দিকে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত ছোট্ট দ্বীপ শ্রীহরিকোটা। এই উৎক্ষেপণ সাইটটি বিষুবরেখার কাছে অবস্থিত। আপনি শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র ঘুরে দেখতে পারেন। পড়ুয়া, শিক্ষাবিদ এবং সাধারণ মানুষের জন্য এই স্পেস সেন্টারে রয়েছে বিশেষ ট্যুরের ব্যবস্থা। এখানে উৎক্ষেপণ সংক্রান্ত যাবতীয় কাজকর্ম বা অপারেশন ঘুরিয়ে দেখানো হয় দর্শকদের। যেসব জায়গা থেকে রকেট, স্যাটেলাইট উৎক্ষেপিত হয় সেগুলো দেখতে পাবেন এখানে। এছাড়া ঘুরে দেখতে পারেন স্পেস থিম পার্ক, রকেট গার্ডেন, স্পেস মিউজিয়াম। আপনার সঙ্গে অবশ্যই গাইড থাকবে। ঘুরে দেখার জন্য আপনাকে ISRO-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশনের পর সেটা কর্তৃপক্ষ পর্যালোচনা করে অনুমোদন দেবে।এরপরই নির্ধারিত তারিখে আপনি ঘুরতে দেখতে পারবেন সতীশ ধাওয়ান স্পেস সেন্টার।