West Bengal HS Result 2023: সদ্য রূপান্তরকামী হয়ে সমাজের অসুস্থ মানসিকতার পরিবর্তন করতে চান উচ্চমাধ্যমিকে সপ্তম স্থানাধিকারী শরণ্যা

West Bengal HS Result 2023: সদ্য রূপান্তরকামী হয়ে সমাজের অসুস্থ মানসিকতার পরিবর্তন করতে চান উচ্চমাধ্যমিকে সপ্তম স্থানাধিকারী শরণ্যা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 24, 2023 | 6:09 PM

শরণ্য থেকে হয়ে উঠেছেন শরণ্যা কীভাবে তার পরিবর্তন ,কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল শরণ্যা হয়ে উঠতে? TV9 বাংলার মুখোমুখি হয়ে রূপান্তরকামী হয়ে ওঠার কাহিনী জানালেন উচ্চমাধ্যমিকে ৪৯০ নম্বর পাওয়া রাজ্যে সপ্তম স্থানাধিকারী শরণ্যা।

সদ্য রূপান্তরকামী হয়ে সাহসিকতার পরিচয় দিয়ে সমাজের অসুস্থ মানসিকতার পরিবর্তন করতে চান উচ্চমাধ্যমিকে সপ্তম স্থানাধিকারী স্বরন্যা ঘোষ। স্বরণ্য থেকে হয়ে উঠেছেন স্বরন্যা কিভাবে তার পরিবর্তন ,কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল স্বরন্যা হয়ে উঠতে ? TV9 বাংলার মুখোমুখি হয়ে রূপান্তরকামী হয়ে ওঠার কাহিনী জানালেন উচ্চমাধ্যমিকে ৪৯০ নম্বর পাওয়া রাজ্যে সপ্তম স্থানাধিকারী স্বরন্যা।

উচ্চমাধ্যমিকে ৪৯০ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছেন হুগলির জানাই ট্রেনিং হাই স্কুলের ছাত্রী স্বরন্যা ঘোষ।
তার আগে স্কুলের খাতায় নাম ছিল স্বরণ্য। ছোট থেকেই বুঝতে পারেন পুরুষ শরীর নিয়ে জন্ম গ্রহন করলেও তার ছিল নারীত্ব।একাদশ শ্রেণীতে পড়তে পড়তে নিজের নারীত্ব মনকে আত্ম প্রকাশ করেন।যদিও তার জন্য সাহস লাগে বলে জানান স্বরন্যা।তবে তাকে বা তার পরিবারকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি।স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে বন্ধু বান্ধব এবং বাবা মা সকলেই অনেক সহযোগিতা করেছেন বলে জানান স্বরন্যা।

যদিও তার দাবি সমাজে এখনো মানসিকতার পরিবর্তন হয়নি এখনো অনেক রূপান্তরকামীদের কটু কথা শুনতে হয় এবং পারিবারিক ভাবেও অনেক অত্যাচার সহ্য করতে হয় তাদের জন্য লড়াই করবো সমাজ কে বোঝাতে চাইবো রূপান্তরকামী হয়েও কিছু করা যায় এবং তারও প্রকৃতির। মা দেবস্মিতা ঘোষ জানান মেয়েকে নিয়ে এখনো পযন্ত কোনো সমস্যা হয়নি ।মেয়ের বন্ধু থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকার অনেক সহযোগিতা করেছে। বাবা সৌরভ ঘোষ জানান মেয়ের সাহসিকতার জন্য তিনি অনেক গর্বিত। তবে সমাজে এখনো সুস্থ মানসিকতার অভাব আছে।

Published on: May 24, 2023 06:08 PM