Travel Hacks: সদ্য যৌবনে? বেড়াতে যান এখানে
ভারতের বেশ কয়েকটি ট্যুরিস্ট স্পটে বেড়াতে যেতে পারেন সদ্য যুবারা। এই ভিডিয়োয় রইল এমনই সব স্পটের হদিশ। হিমাচলের মানালি তরুণদের হিট ডেস্টিনেশন। মানালসু নদীর পাহাড়ি উপত্যকা, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই শৈল শহর।
ভারতের বেশ কয়েকটি ট্যুরিস্ট স্পটে বেড়াতে যেতে পারেন সদ্য যুবারা। এই ভিডিয়োয় রইল এমনই সব স্পটের হদিশ। হিমাচলের মানালি তরুণদের হিট ডেস্টিনেশন। মানালসু নদীর পাহাড়ি উপত্যকা, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই শৈল শহর। শীতে মানালির তুষারপাত দেখার মতো। হাতের কাছে পাহাড়ের রাণী দার্জিলিং অল টাইম ফেভারিট। দিগন্ত জোড়া হিমালয়ের একাধিক শৃঙ্গ হাতছানি দিয়ে ডাকে। হঠাৎ মেঘ, হঠাৎ ঝকঝকে রোদ, ম্যাল, টয় ট্রেন আর চা বাগিচার শহর দার্জিলিং। হুট বলতে ছুট দেওয়াই যায় দার্জিলিঙয়ে। ঝিলো কা শহর, কা শিমির, এর থেকেই কাশ্মীর নামের উৎপত্তি। ডাল লেকে ভাসমান শিকারা আর হাউজ বোট। শালিমার বাগ, নিষাদ বাগ, টিউলিপ গার্ডেন। ডেসটিনেশন অনেক হেভেন অন্য আর্থ কাশ্মীরে। উত্তরাখণ্ডের নৈনিতাল ঘুরে আসতে পারেন। বর্ষার নৈনিতালে ভিড় বাড়ে। নৈনি লেক আর নয়না দেবীর মন্দির থেকেই নাম। এখানকার কেভ গার্ডেন ও স্নো ভিউ পয়েন্ট দর্শনীয়। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য খ্যাতি আছে নৈনিতালের। তামিলনাড়ুর উটি অপর একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। উটির বোটানিক্যাল গার্ডেন, ডিয়ার পার্ক, এমারল্ড লেক, ডোড্ডাবেতা পিক বিখ্যাত।