Benefits of Gourd: গুনে ঠাসা চালকুমড়ো
চালকুমড়ো খুবই উপকারী সবজি। অনেক রোগ সারিয়ে দেয় চালকুমড়ো। অথচ উপেক্ষিত এই সবজিটি। চালকুমড়ো বহু খনিজের ভাণ্ডার আয়রন,পটাশিয়াম,জিঙ্ক,ক্যালশিয়াম,ম্যাগনেশিয়াম,ফসফরাস আছে চালকুমড়োয়।
চালকুমড়ো খুবই উপকারী সবজি। অনেক রোগ সারিয়ে দেয় চালকুমড়ো। অথচ উপেক্ষিত এই সবজিটি। চালকুমড়ো বহু খনিজের ভাণ্ডার। আয়রন,পটাশিয়াম,জিঙ্ক,ক্যালশিয়াম,ম্যাগনেশিয়াম,ফসফরাস আছে চালকুমড়োয়। আছে ভিটামিন সি ও প্রচুর উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। হজমের গোলমাল সারায় চালকুমড়ো। চালকুমড়োয় থাকে প্রচুর জল ও ফাইবার। কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি ও অন্ত্রের অন্যান্য সমস্যায় চালকুমড়ো কার্যকরী ভূমিকা নেয়। ফুসফুসের সমস্যায় চালকুমড়ো অনবদ্য। সিওপিডির ও হাঁপানির সমস্যা দূর করে চালকুমড়ো। চালকুমড়ো ফুসফুসে জমে থাকা কফ ও বিষাক্ত পদার্থ বের করে দেয়। চালকুমড়োর ভিটামিন বি৩ শরীরে এনার্জি লেভেল বাড়ায়। নিয়মিত চালকুমড়ো খেলে পাকস্থলীর আলসারের ক্ষত কমে। চালকুমড়োয় আছে সেডেটিভ গুন। এর ফলে চালকুমড়ো খেলে ভাল ঘুম হয়।
Latest Videos