Viral News: ডুবন্ত জাহাজে ‘গুপ্তধন’!
২টি জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেখান থেকে মিলেছে অনেক রৌপ্যমুদ্রা। সিজারিয়ার কাছে এই মুদ্রাগুলি উদ্ধার করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকেরা মুদ্রাগুলো কত বছরের পুরানো, তা খতিয়ে দেখেছেন তাঁরা। এই মুদ্রার বয়স হবে প্রায় ৬০০ বছরের পুরানো। বেশ কিছু রোমান রৌপ্যমুদ্রা পাওয়া গেছে তৃতীয় শতাব্দীর মাঝামাঝির সময়। মধ্যযুগের সময় প্রায় ৫০০ টি রৌপ্যমুদ্রা পাওয়া গেছে।
জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেল ভূমধ্যসাগরের উপকূল থেকে। ২টি জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেখান থেকে মিলেছে অনেক রৌপ্যমুদ্রা। সিজারিয়ার কাছে এই মুদ্রাগুলি উদ্ধার করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকেরা মুদ্রাগুলো কত বছরের পুরানো, তা খতিয়ে দেখেছেন তাঁরা। এই মুদ্রার বয়স হবে প্রায় ৬০০ বছরের পুরানো। বেশ কিছু রোমান রৌপ্যমুদ্রা পাওয়া গেছে তৃতীয় শতাব্দীর মাঝামাঝির সময়। মধ্যযুগের সময় প্রায় ৫০০ টি রৌপ্যমুদ্রা পাওয়া গেছে। সেই মুদ্রাগুলি পাওয়া যায় পলির মধ্যে থেকে। মেরিন আর্কিওলজি ইউনিট দেখতে পায় এই ধ্বংসাবশেষ। সেই ইউনিটের প্রধান ছিলেন জ্যাকব শারভিট। মুদ্রা ছাড়াও পাওয়া গেছে বিভিন্ন মূর্তি ও ধাতব সামগ্রী। এই ধাতব সামগ্রী হতে পারে জাহাজের কিছু অংশ। জানা যায় এই জাহাজটি একটি রোমান জাহাজ। এই জাহাজটি এসেছিল ইতালি থেকে। কিছুদিন আগে একটি রোমান সোনার আংটি পাওয়া গেছিল। সেই আংটিতে ছিল একটি মূল্যবাণ পাথর। সেই পাথরটি ছিল সবুজ রঙের। খোদাই করা ছিল রাখালের ছবি।