‘গণতন্ত্রের উপর কালো দাগ’, তৃণমূল কর্মীর মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি জয়প্রকাশের
'এই ঘটনা গণতন্ত্রের উপর কালো দাগ', কেশপুরে তৃণমূল কর্মী উত্তম দলুইয়ের মৃত্যুতে অকপট শাস্তির দাবি জানালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) ।
দ্বিতীয় দফার ভোটের আগেই কেশপুরে খুন হয়েছেন তৃণমূল (Trinamool) কর্মী উত্তম দলুই। ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। অন্যদিকে নিহত কর্মীর দেহ নিয়ে পথ অবরোধ ঘাসফুল শিবিরের। ‘এই ঘটনা গণতন্ত্রের উপর কালো দাগ’, দোষীদের শাস্তির দাবি জানালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)।
[embedyt] [/embedyt]
Latest Videos