Panchayat Election 2023: বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল!

Panchayat Election 2023: বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 14, 2023 | 8:43 PM

ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে পথে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীরা। বসিরহাটের স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের চারঘাট এলাকায় বিরোধীদের সন্ত্রাস অব্যাহত। শাসক দলের দাবি, রাতের অন্ধকারে বেছে বেছে তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়িতে হামলা চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই অভিযোগে চারঘাটে প্রতিবাদ সভা করলো তৃণমূল কংগ্রেস।

ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে পথে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীরা। বসিরহাটের স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের চারঘাট এলাকায় বিরোধীদের সন্ত্রাস অব্যাহত। শাসক দলের দাবি, রাতের অন্ধকারে বেছে বেছে তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়িতে হামলা চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই অভিযোগে চারঘাটে প্রতিবাদ সভা করলো তৃণমূল কংগ্রেস। এদিন চারঘাটে স্বরূপনগরের জেলা পরিষদের তৃণমূলের জয়ী প্রার্থী বিনা মণ্ডল, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক নারায়ণ কর ও গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শংকর দত্তের নেতৃত্বে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি ১১ই জুলাই ফল বেরনোর পর থেকেই চারঘাট বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালাচ্ছে, ভয় দেখাচ্ছে, এমনকি মারধরের অভিযোগও উঠেছে। এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির স্বরূপনগর বিধানসভার আহ্বয়ক বিপুল বসাক। তিনি বলেন, “এটা শাসক দলের গোষ্ঠী কোন্দলের জের। এর সঙ্গে বিজেপি কোনো ভাবেই জড়িত নয়। পরিকল্পনা করে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে। আমাদের কর্মীরাই আক্রান্ত হচ্ছে।” অভিযোগ পাল্টা অভিযোগে স্বরূপনগরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।