Hilsa in Digha: দিঘায় ঝাঁকে ঝাঁকে ইলিশ!

সুখবর এবারে বাঙালির পাতে পড়তে চলেছে দিঘা মোহনায় ইলিশ। এ মৌসুমের প্রথম ইলিশ পাওয়া গেল দিঘা মোহনায় এদিন প্রায় ২৫ টনের মতন ইলিশ উঠেছে দিঘা মোহনায়।

Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2023 | 8:32 PM

সুখবর এবারে বাঙালির পাতে পড়তে চলেছে দিঘা মোহনায় ইলিশ। এ মৌসুমের প্রথম ইলিশ পাওয়া গেল দিঘা মোহনায় এদিন প্রায় ২৫ টনের মতন ইলিশ উঠেছে দিঘা মোহনায়। ১৫ই জুন ব্যান পিরিয়ড(মাছ ধরায় নিষেধাজ্ঞা) কাটিয়ে মৎস্যজীবীরা মৎস্য শিকারে নেমেছিলেন কাকদ্বীপ ডায়মন্ড হারবারে প্রথম দিকে অল্প সল্প ইলিশ পাওয়া গেলেও আজ দিঘা মোহনায় পাওয়া গেল ২৫ টনের মতো ইলিশ। এক একটি ইলিশের ওজন ১ কিলো থেকে ১২০০ গ্রাম। আবার ৪০০ থেকে ৫০০ গ্রামেরও রয়েছে। ১ কিলো থেকে ১২০০ ওজনের মাছের দাম ৮০০ থেকে ৯০০ টাকা। আবার ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের দাম ৫০০ থেকে ৬০০ টাকা বিক্রি হয়েছে দীঘা মোহনায়। এই প্রথম প্রচুর ইলিশ পাওয়া গেল দিঘা মোহনায় ।