Meghalay Airport: এত ছোট এয়ারপোর্ট!
মেঘালয়ের উত্তর পূর্বে তুরা শহর থেকে ৩৩ কিমি দুরে ছোট্ট এয়ারপোর্ট বালজেক। বালজেকের রানওয়ে মাত্র ১ কিলোমিটার দীর্ঘ। নামে বালজেক হলেও এই বিমানবন্দর তুরা এয়ারপোর্ট নামেই পরিচিত। মেঘালয়ের পাহাড়ের মাঝে দুর্দান্ত প্রকৃতির বুকে এই ক্ষুদ্রতম বিমানবন্দরটি।
মেঘালয়ের উত্তর পূর্বে তুরা শহর থেকে ৩৩ কিমি দুরে ছোট্ট এয়ারপোর্ট বালজেক। বালজেকের রানওয়ে মাত্র ১ কিলোমিটার দীর্ঘ। নামে বালজেক হলেও এই বিমানবন্দর তুরা এয়ারপোর্ট নামেই পরিচিত। মেঘালয়ের পাহাড়ের মাঝে দুর্দান্ত প্রকৃতির বুকে এই ক্ষুদ্রতম বিমানবন্দরটি। ২০০৮ এ বালজেক এয়ারপোর্ট তৈরি হয়। খরচ পড়ে ১২ কোটি ৫২ লাখ টাকা। মাত্র একটি বিমান অবতরণ করে এই বিমানবন্দরে। এই বিমান বন্দরের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয় একটি বিমান। ২০ সিটারের বিমান ‘ডর্নিয়ার ২২৮’ তৈরি হয় বালজেকে অবতরণের জন্য। তুরা থেকে শিলং যায় ও আসে একটি মাত্র বিমানই। ২০২২ এ এই এয়ারপোর্ট সম্প্রসারণের প্রস্তাব গৃহীত হয়। তামিলনাড়ুর ত্রিচি এয়ারপোর্টের রানওয়েও বেশ ছোট। রানওয়ের দৈর্ঘ্য ছিল ৮১৩৬ ফুট। বর্তমানে এই বিমানবন্দরের সম্প্রসারণের কাজ চলছে। ভারতের সর্বোচ্চ বিমানবন্দর জম্মু কাশ্মীরের লেহ তে ৩২৫৬ মিটার উচ্চতায়। ভারতের বৃহত্তম এয়ারপোর্টের তালিকায় আছে হায়দরাবাদ, দিল্লি ও মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতে মোট এয়ারপোর্টের সংখ্যা ১৫৩, তার মধ্যে ৩৫টি আন্তর্জাতিক ও ১১৮টি অন্তর্দেশীয় বিমানবন্দর।