Heena Curry Leaf Pack: পাকা চুল? হেয়ার ফল?
Heena Curry Leaf Pack: চুল পড়া আর পাকা চুলের সমস্যায় অনেকেই জেরবার। এর জন্য হয়ত অনেক খরচ করেছেন। জানেন কী আপনার হাতের কাছেই আছে এর প্রতিকার? কারি পাতা দক্ষিণ ভারতীয় খাবারের বহুল ব্যবহৃত। রান্নার পাশাপাশি চুলের স্বাস্থ্য ফেরায় কারি পাতা। কারি পাতায় প্রচুর ভিটামিন সি ও বি আছে।
চুল পড়া আর পাকা চুলের সমস্যায় অনেকেই জেরবার। এর জন্য হয়ত অনেক খরচ করেছেন। জানেন কী আপনার হাতের কাছেই আছে এর প্রতিকার? কারি পাতা দক্ষিণ ভারতীয় খাবারের বহুল ব্যবহৃত। রান্নার পাশাপাশি চুলের স্বাস্থ্য ফেরায় কারি পাতা। কারি পাতায় প্রচুর ভিটামিন সি ও বি আছে। কারি পাতার প্রোটিন ও বিটা – ক্যারোটিন চুল পড়া আটকায়। কারি পাতায় আছে অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিড্যান্ট। এতে খুশকি দুর হয় ও রক্ত সঞ্চালন বাড়ে। প্রাচীনকাল থেকে চুলের যত্নে হেনা ব্যবহৃত হয়। হেনা প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। হেনার ভিটামিন -ই স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখে। হেনায় আছে ট্যানিন যা চুলের যত্ন নেয়। হেনা পাকা চুল ঢাকতে সক্ষম। বাজারের দামি হেয়ার প্যাকের বদলে বাড়িতেই বানান হেনা-কারি পাতা প্যাক। কীভাবে বানাবেন এই হেয়ার প্যাক? এক মুঠো কারি পাতা শুকিয়ে গুঁড়ো করুন। গুঁড়ো কারি পাতার সঙ্গে হেনা পাউডার মিশিয়ে জলে গুলুন। প্যাকে মেশাতে পারেন নারকেল বা আমন্ড অয়েল। সপ্তাহে দু এক দিন ব্যবহার করুন প্যাকটি। যদি চুল বা স্ক্যাল্পের সমস্যা থাকে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।