Makandeshwar Temple: শিকলে বাঁধা যম
Lord Shiva: পৌরাণিক কাহিনি অনুসারে,ভগবান শিব শিকল দিয়ে বন্দি করেছিলেন যমরাজকে । তিনি এই কাজ করে ছিলেন ভক্তদেরকে রক্ষা করার জন্য। বিশ্বাস করা হয়, যমরাজ মর্ত্যে এসেছিলেন মার্কণ্ডেয়ের প্রাণ নিতে।
আমাদের দেশে হাজার হাজার শিব মন্দির আছে। উজ্জয়নীর মার্কণ্ডেশ্বর মন্দিরে একটি পৌরাণিক কাহিনি আছে। পৌরাণিক কাহিনি অনুসারে,ভগবান শিব শিকল দিয়ে বন্দি করেছিলেন যমরাজকে। তিনি এই কাজ করে ছিলেন ভক্তদেরকে রক্ষা করার জন্য। বিশ্বাস করা হয়, যমরাজ মর্ত্যে এসেছিলেন মার্কণ্ডেয়ের প্রাণ নিতে। তখন তাঁকে বাঁচানোর জন্য মহাদেব এসেছিলেন। সেই কারণে মহাদেব যমরাজকে বন্দি করেছিলেন। তখন তিনি ঋষি মার্কণ্ডেয়কে বর দেন। বর ছিল ঋষি মার্কণ্ডেয় ১২ কল্প পর্যন্ত বাঁচবেন। এই মন্দিরে শিবলিঙ্গটি দক্ষিণ দিকে স্থাপিত আছে। খোদাই করা আছে শিবলিঙ্গের একটি চোখ। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, ভক্তদের রক্ষা করতে কালকে বন্দি করেছিলেন মহাদেব। এখানে সব সময় ভক্তদের ভিড় থাকে। ভক্তরা এই মন্দিরে প্রার্থনা করেন দীর্ঘায়ুর জন্য।
Published on: Jul 15, 2023 04:32 PM
Latest Videos