Malaika Arora: ডিভোর্সের আগের রাতে যা করেন মালাইকা
Bollywood:
মালাইকা আরোরা সম্পর্কের ব্যাপারে রাগ করতে ভালবাসেন না। সময় বুঝে তিনি বিবাহ বিচ্ছেদ থেকে নতুন প্রেম সব কিছুরই উত্তর দেন। মালাইকা তাঁর মনের কথা বলেছিলেন কারিনা কাপুরের শোয়ে। তিনি জানান,সম্পর্ক যখন বোঝা হয়ে যায়,তা এগিয়ে নিয়ে যাওয়া ভুল। বিবাহ বিচ্ছেদের খবর কখনও ভাল না,তিনি একথা মানেন। তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন তাঁর বিবাহ বিচ্ছেদের কথা। তিনি চেষ্টাও করেছিলেন সেটা বাঁচিয়ে রাখতে। মালাইকা জানান, তাঁর মনে পড়ে বিবাহ বিচ্ছেদের ঠিক আগের রাতের কথা। পরিবারের সবার সঙ্গে তাঁর কথা হয়। মালাইকার পরিবার জানতে চায়, তাঁর এই সিদ্ধান্ত তিনি পাল্টাবেন কি না ? তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। মালাইকা মনে করেন মানুষ বাঁচে ভালবাসায়। তিনি অর্জুন কাপুরকে ভরসা করেন। মালাইকা ও অর্জুন নিজেদের জীবন চুটিয়ে উপভোগ করছেন। বিয়ের বিষয়ে এখনও তাঁরা প্রকাশ্যে কিছু বলেননি।
Latest Videos