Marigold: গাঁদা ফুলে তুষ্ট কে?

Marigold: গাঁদা ফুলে তুষ্ট কে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 15, 2023 | 5:06 PM

অনেকেই গাঁদা ফুল দিয়ে দেবদেবীকে পুজো করেন। কিন্তু জানেন গাঁদা ফুল দিয়ে কোন দেবীর পুজো করা ভাল? হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে,দেবতাদের হলুদ ও কেশর খুব পছন্দের। ত্যাগের প্রতীক হল গাঁদা ফুলের হলুদ রঙ। গাঁদা ফুলে একাধিক পাপড়ি থাকে। তাই মনে করা হয়, এটি সবাইকে এক সঙ্গে মিলে মিশে রাখে।

অনেকেই গাঁদা ফুল দিয়ে দেবদেবীকে পুজো করেন। কিন্তু জানেন গাঁদা ফুল দিয়ে কোন দেবীর পুজো করা ভাল? হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে,দেবতাদের হলুদ ও কেশর খুব পছন্দের। ভগবান বিষ্ণু গাঁদা ফুল পছন্দ করেন। তাঁর পুজো করার সময় গাঁদা ফুল দেওয়া উচিত। গণেশকে তুষ্ট করতে গাঁদা ফুল দেওয়া উচিত। ত্যাগের প্রতীক হল গাঁদা ফুলের হলুদ রঙ। গাঁদা ফুলে একাধিক পাপড়ি থাকে। তাই মনে করা হয়, এটি সবাইকে এক সঙ্গে মিলে মিশে রাখে। ভগবান শিবের প্রিয় ফুল কি জানেন?বেল,আকন্দ ও জুঁই ফুল। গোলাপ ফুল লক্ষ্মীর প্রিয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতি গ্রহের সঙ্গে গাঁদা ফুলের সম্পর্ক আছে । জ্ঞানের প্রতীক মনে করা হয় বৃহস্পতিকে ।