Hydra: এই প্রাণীর মৃত্যু নেই!

Hydra: এই প্রাণীর মৃত্যু নেই!

আসাদ মল্লিক

|

Updated on: Jun 07, 2023 | 1:25 PM

Hydra: রহস্যে ভরা পৃথিবী। রহস্যময় জীব জগত। এই পৃথিবীতে আছে এমন এক প্রাণী যেন সে রক্তবীজের বংশধর। কেটে ফেললেও বেঁচে থাকে এই প্রাণী। জীববিজ্ঞানীরা বলছেন মৃত্যু নেই এই প্রাণীর।

রহস্যে ভরা পৃথিবী। রহস্যময় জীব জগত। এই পৃথিবীতে আছে এমন এক প্রাণী যেন সে রক্তবীজের বংশধর। কেটে ফেললেও বেঁচে থাকে এই প্রাণী। জীববিজ্ঞানীরা বলছেন মৃত্যু নেই এই প্রাণীর। তবে কি অমর হাইড্রা! হাইড্রা নামের এই প্রাণীর স্বাভাবিক মৃত্যু নেই। শিকার না করলে মৃত্যু হয় না হাইড্রার। ভাইরাসের আক্রমণেও মৃত্যু হয় না হাইড্রার। মার্কিন মুলুকে পোমোনা কলেজের এক গবেষণায় হাইড্রা সম্পর্কে উঠে এসেছে বহু তথ্য। এক সেন্টিমিটার লম্বা এই প্রাণীর দেহ স্টেম সেল দিয়ে গঠিত। নলাকার দেহের ওপরে আছে অনেক গুলি টেন্টাকল। এরা উভলিঙ্গ একই দেহে স্ত্রী ও পুরুষ জনন অঙ্গ দেখা যায়। এদের দেহ কোষ বিভাজনের মাধ্যমে বড় হতে থাকে। এদের দেহের বাইরের অংশকে বলে এক্টোডার্ম বা এপিডারমিস। আর অভ্যন্তরের অংশকে বলে এন্ডোডার্ম বা গ্যাস্ট্রডারমিস। দেহের অভ্যন্তর গঠিত মেসোগ্লিয়া কলা দিয়ে। বিজ্ঞানীরা দেখেছেন এরা মিষ্টি জলে থাকে। সাধারণত স্রোত যুক্ত জলে থাকলেও স্থির জলেও এদের পাওয়া যায়। এরা গাছ গাছালি, জলজ উদ্ভিদ ও পাথরের মধ্যে থাকে। দুষিত জলে দেখা যায় না হাইড্রাকে।