Ameesha Patel: গদরের সেটে পরিচালক মারতেন আমিশাকে
গদরের মুক্তির ২২ বছর পর মুক্তি পেল গদর ২। আমিশা পাটেল ও সানি দেওলের ব্লকবাস্টার হিট ছিল গদর। এই ছবির সিক্যুয়েলও কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস। পরিচালক অনিল শর্মা জানাচ্ছেন গদর এক প্রেম কথার সময়ে সকিনা চরিত্রের জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়। নায়িকারা রাজি হচ্ছিলেন না। একজন রাজি হলেও তাঁর দাবি ছিল বাদ দিতে হবে অমরেশ পুরিকে।
গদরের মুক্তির ২২ বছর পর মুক্তি পেল গদর ২। আমিশা পাটেল ও সানি দেওলের ব্লকবাস্টার হিট ছিল গদর। এই ছবির সিক্যুয়েলও কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস। পরিচালক অনিল শর্মা জানাচ্ছেন গদর এক প্রেম কথার সময়ে সকিনা চরিত্রের জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়। নায়িকারা রাজি হচ্ছিলেন না। একজন রাজি হলেও তাঁর দাবি ছিল বাদ দিতে হবে অমরেশ পুরিকে। অডিশন নেওয়া হয় ১০ জন নতুন নায়িকার। শেষে পরিচালকের পছন্দ হয় আমিশাকে।
মুম্বাইয়ের সচ্ছল পরিবারের মেয়ে, অর্থনীতির পড়ুয়া অমিশা ছিলেন চাঁদের মতো উজ্জল, ফর্সা। বিদেশে পড়াশোনা করা আমিশা মাথা উঁচু করে হাঁটতেন। কিন্তু পরিচালকের দরকার ছিল ১৯৪৭ এর এক মেয়ে যে মাথা নিচু করে হাঁটে। ছবির শুটিংয়ের সময় আমিশাকে মাথার পিছনে ঠোক্কর মারতেন পরিচালক অনিল শর্মা। এভাবে মেরে মেরেই মাথা নিচু রাখার অভ্যাস করাতেন পরিচালক অনিল শর্মা।
Latest Videos