Umium Lake: মানুষের তৈরি এই হ্রদে কীসের টানে পর্যটকরা?
সারা বছরই মেঘালয়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে মেঘালয়ে সুন্দর বর্ষা। মেঘালয়ের উমিয়ম নদীতে বাঁধ দিয়ে অসম বিদ্যুৎ পর্ষদ ১৯৬৫ তে তৈরি করে একটি জলাধার। পূর্ণ রাজ্য হওয়ার ৭ বছর আগে তৈরি হয় এই জলবিদ্যুৎ কেন্দ্র। উমিয়াম লেক বা স্থানীয় ভাষায় 'বড়াপানি'।
সারা বছরই মেঘালয়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে মেঘালয়ে সুন্দর বর্ষা। মেঘালয়ের উমিয়ম নদীতে বাঁধ দিয়ে অসম বিদ্যুৎ পর্ষদ ১৯৬৫ তে তৈরি করে একটি জলাধার। পূর্ণ রাজ্য হওয়ার ৭ বছর আগে তৈরি হয় এই জলবিদ্যুৎ কেন্দ্র। উমিয়াম লেক বা স্থানীয় ভাষায় ‘বড়াপানি’। শিলং থেকে ২০ কিলোমিটার দূরে এই মনুষ্য সৃষ্ট হ্রদ। পর্যটকদের অন্যতম আকর্ষণ উমিয়াম লেক।
লেকের ধারে ধারে বড় বড় জ্যাকারান্ডা ফুলের গাছ। পর্যটকদের সেলফি জোন কিংবা যাত্রার মাঝে সাময়িক বিরতির জায়গা এই উমিয়াম লেক। খাসি ভাষায় এর অর্থ ‘অশ্রুজলে তৈরি হ্রদ’। স্থানীয় বাসিন্দাদের মতে অসম থেকে মেঘালয়ে আসতে গিয়ে পথ হারানো এক বোনের জন্য অন্য বোনের কান্নার জলে তৈরি হ্রদ। পাহাড়ে ঘেরা স্বচ্ছ কাক চক্ষুর মত জল হ্রদের। হ্রদের ধারে ছবি তোলা গেলেও ড্যামের ব্রিজের উপরে ছবি তোলা নিষিদ্ধ।
Latest Videos