Chepest House: বিশ্বের সবচেয়ে সস্তা বাড়ি দাম ৮৩ টাকা
মাত্র ১ ডলারে আস্ত একটা বাড়ি। বাড়ি মানে ২টি শোবার ঘর, একটি রান্নাঘর, বাথরুম আর একফালি বাগান। দাম মাত্র ৮৩ টাকা বা এক ডলার। আমেরিকার মিশিগানে এই বাড়ির আয়তন ৭২৪ বর্গফুট। এটি বিশ্বের সবচেয়ে সস্তা বাড়ি। বাড়িটি তৈরি হয় ১৯৫৬এ। ২০২২ এ ৪,০৯২ ডলারে এই বাড়ি বিক্রি হয়।
মাত্র ১ ডলারে আস্ত একটা বাড়ি। বাড়ি মানে ২টি শোবার ঘর, একটি রান্নাঘর, বাথরুম আর একফালি বাগান। দাম মাত্র ৮৩ টাকা বা এক ডলার। আমেরিকার মিশিগানে এই বাড়ির আয়তন ৭২৪ বর্গফুট। এটি বিশ্বের সবচেয়ে সস্তা বাড়ি। বাড়িটি তৈরি হয় ১৯৫৬এ। ২০২২ এ ৪,০৯২ ডলারে এই বাড়ি বিক্রি হয়। তাহলে কেন এখন মাত্র ১ ডলার দামে বিক্রি হচ্ছে বাড়িটি?
বাড়িটির অবস্থা এতটাই খারাপ যে কেউ এখানে থাকতে চাইলে তাঁকে সারাতে হবে। বাগানও তৈরি করতে হবে তাঁকেই। বলছে বাড়িটি বিক্রির দায়িত্বে থাকা রিয়েল এস্টেট সংস্থা। জরাজীর্ণ এই বাড়িটি কিনতে ২০০রও বেশি মানুষ আগ্রহী। ইতিমধ্যে ৩০,০০০ ডলার পর্যন্ত দাম উঠেছে। ‘জিলো’ রিয়েল এস্টেট সংস্থা বাড়িটি বিক্রি দায়িত্বে। তাঁদের আশা এই বাড়ির দাম ৫০ হাজার ডলার পর্যন্ত উঠবে। তবে এখনও পর্যন্ত বিজ্ঞাপনে এটিই সবচেয়ে সস্তা বাড়ি।
Latest Videos