Beauty Benefits Of Flower: ফুলেই খুলবে ত্বকের রূপ

Beauty Benefits Of Flower: ফুলেই খুলবে ত্বকের রূপ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 26, 2023 | 4:28 PM

ফুল কেবল সৌন্দর্যই বাড়ায় না। ফুল ত্বকের স্বাস্থ্যের খেয়ালও রাখে। বিভিন্ন স্কিনকেয়ার প্রডাক্টে ব্যবহৃত হয় গোলাপ জল। ত্বকের আর্দ্রতা বজায় রেখে, ক্ষত নিরাময় করে গোলাপের নির্যাস। গোলাপের পাপড়ি ফেসপ্যাক হিসাবে ব্যবহৃত হয়।

ফুল কেবল সৌন্দর্যই বাড়ায় না। ফুল ত্বকের স্বাস্থ্যের খেয়ালও রাখে। বিভিন্ন স্কিনকেয়ার প্রডাক্টে ব্যবহৃত হয় গোলাপ জল। ত্বকের আর্দ্রতা বজায় রেখে, ক্ষত নিরাময় করে গোলাপের নির্যাস। গোলাপের পাপড়ি ফেসপ্যাক হিসাবে ব্যবহৃত হয়। ল্যাভেন্ডারের তেল সবরকমের ত্বকে উপকারী। সিবামের উৎপাদন নিয়ন্ত্রণ করে ল্যাভেন্ডারের তেল। প্রদাহ কমিয়ে ত্বক ঠাণ্ডা রাখে ল্যাভেন্ডারের তেল। ল্যাভেন্ডারের তেল ক্ষত সারায়। ল্যাভেন্ডারের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ডিটক্সিফাই করে। ল্যাভেন্ডার অয়েল সরাসরি ত্বকে লাগানো উচিত নয়। বলিরেখা নিয়ন্ত্রণ করে ল্যাভেন্ডারের তেল। ক্যামোমাইল অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টিসেপটিক গুন সমৃদ্ধ। ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখে ক্যামোমাইল। ত্বকের বলিরেখা নিয়ন্ত্রণ করে ক্যামোমাইল। ত্বকের প্রদাহ কমায় ক্যামোমাইল তেল। ক্যামোমাইল ফুলের পাউডার ফেসপ্যাক হিসাবে ব্যবহার করা যায়। জুঁই বন্ধ রোমকূপ খুলে দেয়। জুঁইয়ের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ভাল রাখে। বলিরেখা নিয়ন্ত্রণ করে জুঁই। জুঁই এসেনশিয়াল অয়েল ত্বক ভাল রাখে। গাঁদা ফুলের অ্যান্টি ইনফ্লেমেটারি গুন ত্বকের প্রদাহ কমায়। মুখের দাগ ছোপ মিলিয়ে জেল্লা ফেরায় গাঁদার নির্যাস। তবে আপনার ত্বকে সংক্রমণ, অ্যালার্জি ও ত্বক সংবেদনশীল হলে এড়িয়ে চলুন ফুল।