Bike Maintenance: মেকানিক ছাড়াই বাইকের যত্ন নিন

Bike Maintenance: মেকানিক ছাড়াই বাইকের যত্ন নিন

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 25, 2023 | 4:31 PM

অনেকেই মনে করেন যে,বাড়িতে ভালভাবে বাইকের যত্ন নেওয়া যায় না। মেকানিকের কাছে গেলে তো বেশ অনেকটাই টাকা খরচা করতে হয়। বাইকের এয়ার ফিল্টার পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে প্রায়শই এটিকে এমন গুরুত্ব দেয় না। এর প্রভাব পড়ে ইঞ্জিনের উপর। অনেকে বাইকের স্পার্ক প্লাগের সমস্যাগুলিকে এড়িয়ে যান। অনেক সময় বাইক চালু করতে সমস্যা হয়

এই গরমে আপনার সাধের বাইকটির খেয়াল রাখছেন তো? অনেকেই মনে করেন যে,বাড়িতে ভালভাবে বাইকের যত্ন নেওয়া যায় না। মেকানিকের কাছে গেলে তো বেশ অনেকটাই টাকা খরচা করতে হয়। বাইকের এয়ার ফিল্টার পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে প্রায়শই এটিকে এমন গুরুত্ব দেয় না। এর প্রভাব পড়ে ইঞ্জিনের উপর। অনেকে বাইকের স্পার্ক প্লাগের সমস্যাগুলিকে এড়িয়ে যান। অনেক সময় বাইক চালু করতে সমস্যা হয়। রাস্তায় যদি এই সমস্যা দেখা দেয়,তাহলে তো তার থেকে খারাপ আর কিছু হতে পারে না। বাইকের স্পার্ক প্লাগ প্রতি ১৫০০-২০০০ কিলোমিটারে পাল্টে ফেলা উচিত। আপনি একটি স্পার্ক প্লাগ রেঞ্চের সাহায্যে এটি নিজেই খুলতে পারেন। এটি স্যান্ডপেপার দিয়ে পরিষ্কারও করতে পারেন। যে কোনও গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল টায়ার। গরমে বাইকের টায়ার কিছুটা বেড়ে যায়। আপনার মনে হতে পারে যে,টায়ারে কম প্রেসার পাচ্ছে। প্রচন্ড গরমে বাইকে কম হাওয়া দেওয়াই ভাল। বাইকে নাইট্রোজেন হাওয়া ভরানোর চেষ্টা করুন। নাইট্রোজেন গাড়ির চাকা ঠান্ডা রাখে। সময়ে সময়ে হুইল ব্যালেন্সিং করাও উচিত। বাইকের ব্যাটারিও সময়ে সময়ে পরীক্ষা করা উচিত। ব্যাটারিতে কোনও ফুটো আছে কি না সেদিকেও নজর দিতে হবে। যদি আপনার বাইকের রেডিয়েটারে কুল্যান্ট থাকে, তবে তাও পরীক্ষা করুন। যদি সম্ভব হয়, ১৫০০-২০০০ কিলোমিটার চলার পর বাইকের ইঞ্জিন তেল পরীক্ষা করে নিন। যাতে আপনাকে কোনও রকম সমস্যায় পড়তে না হয়।

Published on: Apr 25, 2023 04:31 PM