Vinegar Usage: রান্না ছাড়া ভিনিগারের কাজ

রান্না ছাড়াও অনেক কাজে ব্যবহার করা যায় ভিনিগার। বাড়ির অনেক কাজে দুর্দান্ত ভাবে কার্যকর ভিনিগার। ছানা কাটানো, স্যুপ ছাড়াও অনেক কাজে লাগে ভিনিগার। মাইক্রোওয়েভ ওভেনের ময়লা তেলচিটে দাগ তুলতে কার্যকর ভিনিগার। লিকুইড সোপে ভিনিগার মিশিয়ে মুছে নিন। ঝকঝকে হবে মাইক্রোওয়েভ। বেকিং সোডা আর ভিনিগারের মিশ্রণ রান্নাঘরের তেলচিটে দাগ পরিষ্কার করে। লিকুইড সোপ, জল ও ভিনিগারের মিশ্রণ ঘরের মেঝে দরজা জানলা ঝকঝকে করে। সবজি, শাক আর ফল রাসায়নিক মুক্ত করতে জলে অল্প ভিনিগার মেশান। সেই মিশ্রণে ডুবিয়ে নিন সবজি ও ফল। সব রাসায়নিক ধুয়ে যাবে। মশা বা পোকার কামড়ে ত্বকে লালচে ফলা ভাব দেঝা যায়। তার ওপরে জলে ভিনিগার মিশিয়ে লাগালে জ্বালা কমে। গরম জলে নুন ও কয়েক ফোঁটা ভিনিগার মিশিয়ে গার্গল করলে গলা ব্যথা ভাল হয়।

Vinegar Usage: রান্না ছাড়া ভিনিগারের কাজ
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 3:01 PM

রান্না ছাড়াও অনেক কাজে লাগে ভিনিগার। ছানা কাটানো, স্যুপ ছাড়াও অনেক কাজে লাগে ভিনিগার। মাইক্রোওয়েভ ওভেনের ময়লা তেলচিটে দাগ তুলতে কার্যকর ভিনিগার। লিকুইড সোপে ভিনিগার মিশিয়ে মুছে নিন, ঝকঝকে হবে মাইক্রোওয়েভ । বেকিং সোডা আর ভিনিগারের মিশ্রণ রান্নাঘরের তেলচিটে দাগ পরিষ্কার করে।লিকুইড সোপ, জল ও ভিনিগারের মিশ্রণ ঘরের মেঝে দরজা জানলা ঝকঝকে করে। সবজি রাসায়নিক মুক্ত করতে জলে অল্প ভিনিগার মেশান। সেই মিশ্রণে ডুবিয়ে নিন সবজি ও ফল। সব রাসায়নিক ধুয়ে যাবে। মশা বা পোকার কামড়ে ত্বকে লালচে ফলা ভাব দেঝা যায়। তার ওপরে জলে ভিনিগার মিশিয়ে লাগালে জ্বালা কমে। গরম জলে নুন ও কয়েক ফোঁটা ভিনিগার মিশিয়ে গার্গল করলে গলা ব্যথা ভাল হয়।

Follow Us: