Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Metro Viral Video: সিট নিয়ে দুই মহিলার মধ্যে তীব্র বাদানুবাদ, মহিলার মুখে গোলমরিচ স্প্রে!

Delhi Metro Viral Video: সিট নিয়ে দুই মহিলার মধ্যে তীব্র বাদানুবাদ, মহিলার মুখে গোলমরিচ স্প্রে!

আসাদ মল্লিক

|

Updated on: Apr 09, 2023 | 2:28 PM

Delhi Metro Viral Video: সিট নিয়ে দুই মহিলার মধ্যে তীব্র বাদানুবাদ, মহিলার মুখে গোলমরিচ স্প্রে!

দিল্লি মেট্রো যেন সবসময়ই সংবাদের শিরোনামে। সিট নিয়ে দুই মহিলার মধ্যে তীব্র বাদানুবাদের ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যদিও একটা বিষয় পরিষ্কার নয় যে কী নিয়ে তাঁরা একে অপরের সঙ্গে ঝগড়া করছিলেন। ঝামেলা মুহূর্তে মারামারির রূপ ধারণ করল। এক মহিলা তখন তাঁর ব্যাগ থেকে গোলমরিচ স্প্রে-র ক্যানটি বের করেন। হুমকি দিতে থাকেন যে,তাঁর মুখে স্প্রে করে দেবেন। দুই যাত্রীর একজনকে অপরজনের মুখে গোলমরিচ স্প্রে করতে দেখা গেল। কিছুক্ষণের মধ্যে তাঁর কাশি শোনা যায়,মেট্রোর অন্যান্য যাত্রীরাও কাশতে থাকেন। এই কাণ্ডই যেন নেটিজ়েনদের অবাক করে দিয়েছে। ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন দিল্লির বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গা । গত ২ এপ্রিল ভিডিয়োটি শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত তার ভিউ প্রায় ৫ লাখ ছাপিয়ে গিয়েছে। দিল্লি মেট্রোতে এভাবে অশান্তি সৃষ্টি করার জন্য দুই মহিলাকেই তীব্র ভর্ৎসনা করেছেন নেটিজেনরা। অনেকেই আবার তেজিন্দর বাগ্গাকে বলেছেন যে,এই ভিডিয়োটি অনেক দিনের পুরনো।

Published on: Apr 09, 2023 02:10 PM