Viral Video: বয়স পেরিয়েছে সেঞ্চুরি, জীর্ণ আঙুলে এখনও 'ম্যাজিকাল' সুর!

Viral Video: বয়স পেরিয়েছে সেঞ্চুরি, জীর্ণ আঙুলে এখনও ‘ম্যাজিকাল’ সুর!

আসাদ মল্লিক

|

Updated on: Apr 05, 2023 | 12:13 PM

Viral Video: বয়স পেরিয়েছে সেঞ্চুরি, জীর্ণ আঙুলে এখনও 'ম্যাজিকাল' সুর!

প্রবীণ আঙুল গুলো মজে পিয়ানোর প্রেমে। বয়স ১০০ পেরিয়ে ১০৮, এখনও স্বমহিমায় চালিয়ে যাচ্ছেন প্রিয়তম কাজ। এখনও রোজ চার থেকে পাঁচ ঘণ্টা পিয়ানো বাজান ফ্রান্সের পিয়ানো বাদক কোলেট মেজ । সোশ্য়াল মিডিয়ায় বিখ্য়াত ১০৮ বছরের মেজ। তাঁর পিয়ানো বাজানোর বিভিন্ন ভিডিয়ো মাঝেমধ্য়েই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । তাঁর বয়স সবাইকে অবাক করে দিলেও তিনি এখনও ফিট অ্যান্ড ফাইন। ২০২৩-এই মুক্তি পেতে চলেছে তাঁর সপ্তম অ্যালবাম । সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন সে কথা। অ্যালবামের নাম রাখা হবে ‘হান্ড্রেড এইট ইয়ারস অফ পিয়ানো’ । মেজ জানান এখনও নিয়মিত চার থেকে পাঁচ ঘণ্টা পিয়ানো বাজান তিনি । মেজের কথায় পিয়ানোই তাঁর জীবন,তাঁর বন্ধু। পিয়ানোর শব্দ শুনতে-শুনতেই দিন কাটাতে চান মেজ। অন্তরে অনুভবও করেন শুধু পিয়ানোকেই। বয়স তো সংখ্যা মাত্র তাই বয়সের পরোয়া তিনি করেন না। পিয়ানো নিয়েই বাঁচতে চান তিনি। ফেসবুকে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি পিয়ানো শিক্ষক হিসেবেও কাজ করেছেন। শুনলে অবাক হবেন তখন তাঁর বয়স ১০০ পেরিয়েছে। তাঁর এক-একটি পিয়ানো বাজানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়। এই প্রতিভাকে কুর্ণিশ জানান নেটিজেনদের একাংশ।