Death Sentence Law: সংসদে পাশ হয়েছে বিল, এবার অপসৃত হবে মৃত্যুদণ্ড?

Death Sentence Law: সংসদে পাশ হয়েছে বিল, এবার অপসৃত হবে মৃত্যুদণ্ড?

আসাদ মল্লিক

|

Updated on: Apr 05, 2023 | 12:49 PM

Death Sentence Law: সংসদে পাশ হয়েছে বিল, এবার অপসৃত হবে মৃত্যুদণ্ড?

মৃত্যুদণ্ড নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিল মালয়েশিয়া। মৃত্যুদণ্ড অপসারণ করার বিষয়ে আইনি সংস্কারের অনুমোদন দিল মালয়েশিয় সংসদ। সোমবার ৩ এপ্রিল, এই বিষয় সংসদে একটি বিল পাস হয়েছে। এই বিলে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমন অপরাধের সংখ্যাও কমানো হয়েছে। সেই সঙ্গে আমৃত্যু কারাদণ্ডের সাজাও বাতিল করা হয়েছে। সংশোধনীতে মৃত্যুদণ্ডের পরিবর্তে, এখন থেকে বিকল্প সাজা দেওয়া হবে। চাবুক মারা ও ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ডের মতো বিকল্প সাজার প্রস্তাব। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল থাকছে। মালয়েশিয়ার আইনে যার মেয়াদ ৩০ বছর। ২০১৮ তে মৃত্যুদণ্ড কার্যকর করার উপর স্থগিতাদেশ জারি করা হয় মালয়েশিয়ায়। সংসদে সহকারি আইনমন্ত্রী রামকরপাল সিং বলেন,’মৃত্যুদণ্ড একটি অপরিবর্তনীয় শাস্তি। এই শাস্তি অপরাধ কমাতে কার্যকর হয়নি, মৃত্যুদন্ড কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারেনি’।

মালয়েশিয়ায় মোট ৩৪টি অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যেত। সেই তালিকায় ছিল হত্যা এবং মাদক পাচারের মতো গুরুতর অপরাধ। এখন থেকে এই ধরনের অপরাধে মৃত্যুদন্ড দেওয়া যাবে না। মালয়েশিয়ায় বর্তমানে ১,৩০০ জনেরও বেশি হয় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষা করছেন, অথবা, আমৃত্যু কারাদণ্ডে। নতুন বিলে এই সাজাপ্রাপ্তরা সংশোধিত আইনে তাদের সাজা পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন । সিঙ্গাপুরে মাদক চোরাচালানের অপরাধে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রতিবেশী মায়ানমারে সামরিক শাসন চলছে। সেখানে ৪ জনকে সামরিক সরকার বিরোধী কাজে জড়িত থাকার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভারতে সাধারণত বিরলের মধ্যে বিরলতম অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড। অনেক ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজা লঘু করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সুপ্রিম কোর্টে বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকর করার উপযুক্ত উপায় নিয়ে বিচার বিবেচনা চলছে।

Published on: Apr 05, 2023 12:48 PM