Zebra Crossing Viral Video: জেব্রা ক্রসিং পার করছে জেব্রা!

Zebra Crossing Viral Video: জেব্রা ক্রসিং পার করছে জেব্রা!

আসাদ মল্লিক

|

Updated on: Mar 31, 2023 | 3:50 PM

Zebra Crossing Viral Video: জেব্রা ক্রসিং পার করছে জেব্রা!

রাস্তায় জেব্রা ক্রসিং তো অনেক দেখেছেন। কিন্তু সেই জেব্রা ক্রসিং দিয়ে জেব্রা পারাপার করছে তা দেখেছেন কি? শুনেই হেসে উঠলেন তো? ভাবছেন জেব্রা ক্রসিং দিয়ে মানুষের জায়গায় জেব্রা যাচ্ছে, দৃশ্য়টা কেমন হবে? এ কোনও কাল্পনিক ঘটনা নয়,এটাই বাস্তব। দক্ষিণ কোরিয়ার শহর সিউলেতে মানুষ একটি জেব্রাকে গাড়ি ঘোড়ার মাঝে রাস্তা পার হতে দেখেছে। আসলে একটি জেব্রা চিড়িয়াখানা থেকে পথভ্রষ্ট হয়ে রাস্তায় বেরিয়ে আসে। আর রাস্তায় জেব্রা দেখে মানুষ অবাক। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। জানা গেছে এই জেব্রাটির নাম সিরো। চিড়িয়াখানা থেকে ৩ বছর বয়সী সিরো পালিয়ে যায়। তথ্য অনুযায়ী,সিরোর বাবা-মা ২ বছর আগে মারা গিয়েছে। বাবা-মায়ের মৃত্যুর পর সে চিড়িয়াখানা থেকে পালানোর চেষ্টা করেছে। কেউ বলেছেন,’প্রাণীদের ওভাবে চিরিয়াখানায় রেখে দেওয়ার কোনও মানেই নেই’। আরও একজন বলেছেন,’রাস্তায় ওভাবে ঘুরলে ওর বড় কোনও ক্ষতি হতে পারত’।

Published on: Mar 31, 2023 03:50 PM