Shreyas Iyer News: কবে ফিট হবেন শ্রেয়স আইয়ার?

Shreyas Iyer News: কবে ফিট হবেন শ্রেয়স আইয়ার?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 31, 2023 | 3:50 PM

KKR News: আনপ্রেডিক্টল নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড দেখে কোনও বারই বোঝা যায় না,কম্বিনেশন কী হতে চলেছে। অধিনায়ক শ্রেয়স আইয়ারের চোট। স্কোয়াডে থাকলেও নেতৃত্ব দেবেন নীতীশ রানা।

আনপ্রেডিক্টল নাইট রাইডার্স। কেন এমনটা বলা হচ্ছে! কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড দেখে কোনও বারই বোঝা যায় না,কম্বিনেশন কী হতে চলেছে। গত দুই মরসুমের অভিজ্ঞতা থেকে বলা যায়, প্রতি ম্য়াচেই নতুন কম্বিনেশন দেখা যেত কেকেআরে। অধিনায়ক শ্রেয়স আইয়ারের চোট। স্কোয়াডে থাকলেও নেতৃত্ব দেবেন নীতীশ রানা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আশাবাদী, শ্রেয়সকে পরের দিকে পাওয়া যাবে। কতটা পরের দিকে তার অবশ্য় নিশ্চিয়তা নেই। অধিনায়ক শ্রেয়স আইয়ার কতদিনের মধ্যে ফিট হয়ে ফিরতে পারেন,এর কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। তাঁকে ছাড়াই বেশির ভাগ ম্য়াচ খেলতে হবে এটুকু নিশ্চিত। কিছু দিন আগেই জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছেন কিউয়ি পেসার লকি ফার্গুসন। জাতীয় দলের ম্যাচ থাকায় এখনও কেকেআর শিবিরে যোগ দিতে পারেননি বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। দু-জনই তৃতীয় ম্য়াচের আগে স্কোয়াডে যোগ দিতে পারেন। তবে দেশের হয়ে এই দু’জনই তুখোড় ফর্মে রয়েছেন। কেকেআর শিবিরের ক্ষেত্রে যা খুবই ইতিবাচক। এখন দেখার কত ম্যাচ খেলার পর সেরা কম্বিনেশন খুঁজে পায় কলকাতা নাইট রাইডার্স।