Rhino Viral Video: পর্যটকদের তাড়া গণ্ডারের!

Rhino Viral Video: পর্যটকদের তাড়া গণ্ডারের!

আসাদ মল্লিক

|

Updated on: Mar 31, 2023 | 3:22 PM

Rhino Viral Video: পর্যটকদের তাড়া গণ্ডারের!

ইনস্টাগ্রামে একটি ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল হয়েছে। সাফারি জিপের পিছু-পিছু ছুটতে দেখা গেল একটি গণ্ডারকে। গণ্ডারটাকে দেখেই বোঝা গিয়েছে, প্রচণ্ড রাগেই পর্যটকদের তাড়া করতে-করতে সাফারি জিপের পিছনে দৌড় লাগিয়েছে সে। আনাস্তাসিয়া চ্যাপম্যান নামের এক মহিলা দক্ষিণ আফ্রিকার গ্রেটার ক্রুগার ন্যাশনাল পার্কে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তাঁদের কোলাহলে ওই গণ্ডারটি এতটাই বিরক্ত হয়েছিল যে,ক্রোধে সে গাড়িটার পিছনে ছুটে ধাওয়া করে। হঠাৎ করে কোথা থেকে কী হয়ে গেল বুঝতে পারেননি আনাস্তাসিয়া। তিনি জানিয়েছেন, গণ্ডারটি ঘাস খেতে-খেতে প্রথমে তাঁদের দিকে একটা লুক দেয়। আর তারপরেই দ্রুত গতিতে তাঁদের গাড়ির দিকে ছুটতে থাকে এবং আক্রমণাত্মক ভাবে তাড়া করতে থাকে। গণ্ডারটি প্রায় ১ কিলোমিটারেরও বেশি সময় ধরে জিপটিকে ধাওয়া করেছিল। সেই সময় চালক কর্দমাক্ত রাস্তার উপর দিয়ে গাড়িটিকে বের করতে কঠিন কসরত করে যায়। ইনস্টাগ্রামে লেটেস্টক্রুগার নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল। তার ক্যাপশনে লেখা হয়েছে,’রাস্তায় গাড়ির পিছু ধাওয়া করল এই গণ্ডার’। এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ক্লিপটি দেখার পরে মানুষজন অবাক হয়ে গিয়েছিলেন। একজন লিখছেন,’আমাদের কখনই বন্যপ্রাণীদের কাছে যাওয়া উচিত নয়। জঙ্গলে ওদের বিরক্ত করা একদমই ঠিক নয়’।

Published on: Mar 31, 2023 03:22 PM