Dhupguri Snake Video: ঘরের ভেতর থেকে উদ্ধার হল ডিম সহ বিষধর গোখরো, চাঞ্চল্য ধূপগুড়িতে

Dhupguri Snake Video: ঘরের ভেতর থেকে উদ্ধার হল ডিম সহ বিষধর গোখরো, চাঞ্চল্য ধূপগুড়িতে

আসাদ মল্লিক

|

Updated on: May 28, 2023 | 1:34 PM

Snake: উল্লেখ্য, সাধারণত সাপ ডিম দেওয়ার জন্যে ইদুরের গর্তে আশ্রয় নিয়ে থাকে এই সময়। তাই এই সময় মানুষের সতর্ক থাকা প্রয়োজন বলেই জানিয়েছে পরিবেশপ্রেমীরা। তবে এভাবে ঘরের ভেতরে ডিম পাড়ার ঘটনা ডুয়ার্সে বিরল।

 

ঘটনাটি ধূপগুড়ি ব্লকের শালবাড়ির হাজারিলাল হিমঘরে। রীতিমত হিমঘরের মেশিন ঘরে ইদুরের গর্তের মধ্যে কুণ্ডলী পাকিয়ে ডিম নিয়ে বসেছিলো বিষধর গোখরো সাপটি। কাজ করতে গিয়ে ফোঁস ফাঁস শব্দ কানে ভেসে আসে ,সাহস করে কাছে গিয়ে দেখতেই দেখা যায় বিরাট আকারের এক গোখরো সাপ আশ্রয় নিয়েছে। নজরে আসে হিম ঘর কর্তৃপক্ষের যা দেখে রীতিমত চোখ কপালে উঠে যায় হিমঘর মালিকের।

তিনদিন ধরে চেষ্টা করেও হিমঘর কতৃপক্ষ সাপটিকে বের করতে পারেনি। পরবর্তীতে ডাকা হয় ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। সাপ উদ্ধার করতে আসা পরিবেশ কর্মীরা কাছে গেলে দেখতে পান সাপটি গর্তের ভেতরে প্রায় ১৮ টি ডিমকে আকড়ে কুণ্ডলী পাকিয়ে রয়েছে, আর সেই কারনেই সাপটি সেখান থেকে কোথাও যাচ্ছিল না। যা দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হিমঘর কর্মীদের মধ্যে। এরপর প্রায় এক ঘন্টা চেষ্টায চালিয়ে সাপটি কে ধরা হয় এবং গর্তের ভেতর থেকে উদ্ধার করা হয় সাপের ডিম গুলি। সাপটি উদ্ধারের পর জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ডিমগুলোকে বন দফতরের হতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, সাধারণত সাপ ডিম দেওয়ার জন্যে ইদুরের গর্তে আশ্রয় নিয়ে থাকে এই সময়। তাই এই সময় মানুষের সতর্ক থাকা প্রয়োজন বলেই জানিয়েছে পরিবেশপ্রেমীরা। তবে এভাবে ঘরের ভেতরে ডিম পাড়ার ঘটনা ডুয়ার্সে বিরল।

Published on: May 28, 2023 12:39 PM