Flying Squirrel Viral Video: ডানা মেলে উড়ছে কাঠবেড়ালি!
Flying Squirrel: একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গেল,ওই কাঠবেড়ালিটি বসে রয়েছে দেওয়ালে কিছু একটার উপরে। অনতিদূরেই ছিল তার মানুষ বন্ধুটি।
একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গেল,ওই কাঠবেড়ালিটি বসে রয়েছে দেওয়ালে কিছু একটার উপরে। অনতিদূরেই ছিল তার মানুষ বন্ধুটি। তিনি সেখান থেকে ডাক দিতেই কাঠবেড়ালিটি এক লাফে উড়ে আসে এবং তাঁর হাতের উপর এসে বসে। ওই কাঠবেড়ালি এমন ভাবেই লাফ দেয়,যা আপনাকে অবাক করে দেবে। ভিডিয়ো দেখার পরে আপনি ভাবতে বাধ্য হবেন,“এমনও হয়?”। টুইটারে @AMAZlNGNATURE নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এই ভিডিয়োটি ভিউ ৪.২ মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই এই ভিডিয়ো দেখার পরে নেটিজ়েনরা মজাদার কিছু মন্তব্য করেছেন। একজন লিখছেন,’ছোট্ট এই কাঠবেড়ালির আলিঙ্গন ছিল দেখার মতো। প্রকৃতির এই ছোট্ট প্রেমের দূত লাফিয়ে লাফিয়ে যেন আনন্দ ছড়িয়ে দিচ্ছে’। আর একজন যোগ করলেন,’যখন সে তার প্রিয়জনের কাছে আসছিল, মুখটা ছিল দেখার মতো’। তৃতীয় জনের বক্তব্য,’এর মতো কিউট প্রাণী আমি আগে কখনও দেখিনি’।