Special Body Massage: একজন নারী কাদায় শুয়ে আছেন, একটি লোক তাকে কাদা মাখিয়ে বডি ম্যাসাজ করে দিচ্ছে!

Special Body Massage: একজন নারী কাদায় শুয়ে আছেন, একটি লোক তাকে কাদা মাখিয়ে বডি ম্যাসাজ করে দিচ্ছে!

আসাদ মল্লিক

|

Updated on: Apr 29, 2023 | 3:52 PM

Body Massage: একজন নারী কাদায় শুয়ে আছেন। একটি লোক তাকে কাদা মাখিয়ে বডি ম্যাসাজ করে দিচ্ছে। আর সেই সঙ্গে বেশ উত্তেজিত মনে হচ্ছে মডেলটিকে।

আপনি নিশ্চয়ই কোনও পার্লারে গিয়ে বডি ম্যাসাজের কথা শুনেছেন। কেউ কেউ আবার সেই পরিষেবাও নিয়েছেন। কিন্তু তাই বলে কাদায় কর্দমাক্ত হয়ে বডি ম্যাসাজ! বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন নারী কাদায় শুয়ে আছেন। একটি লোক তাকে কাদা মাখিয়ে বডি ম্যাসাজ করে দিচ্ছে। আর সেই সঙ্গে বেশ উত্তেজিত মনে হচ্ছে মডেলটিকে। শুধুই ম্যাসাজ নয়। বরং তার সঙ্গে করছেন শরীরী অঙ্গভঙ্গিও। এমনও হয়? আপনার মনে এই প্রশ্নই নাড়াচাড়া দিয়েছে তো? ভাবছেন কাদায় আবার কেমনভাবে ম্যাসাজ হয়?

লাস্যময়ী সেই মডেলের ভিডিয়োটি নজর কেড়েছে অধিকাংশ নেটিজেনের। এই ভিডিয়োটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিয়োটি এখনও পর্যন্ত লক্ষ লক্ষ লাইক এবং প্রচুর ভিউ হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ‘francety’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে। একজন বলেছেন,’এমন ম্যাসাজ করতে কে না পছন্দ করবে’। আরও একজন কমেন্ট করেছেন,’ভাইরাল হওয়ার জন্য এসব করে অনেকেই’।

Published on: Apr 29, 2023 03:52 PM