Dhupguri Arrest: চুরি ৫ টোটো, তদন্তে কী পেল পুলিশ?
কালীপূজার আগেই অভিযান চালিয়ে বড়োসড়ো সফলতা পেলো ধূপগুড়ি থানার পুলিশ। চুরির ঘটনার তদন্তে নেমে চোরের দলের হদিস পান এসআই মোহাম্মদ রাসেল। এরপরেই তার নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হলো চুরি করে বিক্রি হয়ে যাওয়া পাঁচটি টোটো, গ্রেপ্তার হলো তিন চোর। যারা এই চুরির ঘটনা সঙ্গে যুক্ত
দুর্গাপূজোর ঠিক আগেই ধুপগুড়ি শহর সহ থানা এলাকার বিভিন্ন জায়গায় একের পর এক চুরির ঘটনা ঘটছিল। ধূপগুড়ি শহরেও বাড়ছিল চোরেদের দৌরাত্ম। এমনকি থানার মুখোমুখি এক দোকানেও চুরির ঘটনা ঘঘটেছিল। চুরি হচ্ছিল একের পর এক টোটো। প্রশ্ন উঠছিল পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে।
তারপর থেকে এক প্রকার আদা জল খেয়ে অভিযানে নামে ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা। কালীপূজার আগেই অভিযান চালিয়ে বড়োসড়ো সফলতা পেলো ধূপগুড়ি থানার পুলিশ। চুরির ঘটনার তদন্তে নেমে চোরের দলের হদিস পান এসআই মোহাম্মদ রাসেল। এরপরেই তার নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হলো চুরি করে বিক্রি হয়ে যাওয়া পাঁচটি টোটো, গ্রেপ্তার হলো তিন চোর। যারা এই চুরির ঘটনা সঙ্গে যুক্ত ।ধৃতরা হলেন আনারুল হোসেন, বিশ্বজিৎ দে সরকার, বাপ্পা হোসেন। আজ ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়। চুরি হয়ে যাওয়া টোটো গুলি ধূপগুড়ি শহরে থেকেই উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবী।