Weather Update Today: পুজোর নতুন জামা কি ঢাকা পড়বে বর্ষাতিতেই? চিন্তায় বাঙালি

Weather Update Today: পুজোর নতুন জামা কি ঢাকা পড়বে বর্ষাতিতেই? চিন্তায় বাঙালি

আসাদ মল্লিক

|

Updated on: Sep 30, 2022 | 12:37 PM

Weather Report: উৎসবেও রেহাই নেই বর্ষণের হাত থেকে, স্বাভাবিকভাবেই মুখভার সকলেরই। পূর্বের ঘূর্ণাবর্তের পাশাপাশি বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তেরও শক্তিবৃদ্ধির সম্ভাবনা...

কলকাতা: মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক। উৎসব শুরু জেলায় জেলায়। এরই মাঝে বর্ষাসুরের চোখরাঙানিতে মনখারাপ বাঙালির। শুধু ঘূর্ণাবর্ত নয়, গোদের উপর বিষফোঁড়ার ন্যায় জুটেছে নিম্নচাপও, জানাচ্ছে মৌসম ভবন। ষষ্ঠীর রাত থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা, খবর আবহাওয়া দফতর সূত্রে।

উৎসবেও রেহাই নেই বর্ষণের হাত থেকে, স্বাভাবিকভাবেই মুখভার সকলেরই। পূর্বের ঘূর্ণাবর্তের পাশাপাশি বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তেরও শক্তিবৃদ্ধির সম্ভাবনা, ফলত দক্ষিণবঙ্গের সামনে এখন জোড়া নিম্নচাপের ফাঁড়া। “আগামী ১ অক্টোবর নাগাদ উত্তর-পূর্ব ও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় তা বদলে যেতে পারে নিম্নচাপে”, আশঙ্কা ব্যক্ত করলেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সপ্তমী-অষ্টমীতে ভারী বর্ষণের সম্ভাবনা বাংলায়, জানাচ্ছে আলিপুর।

কলকাতা সহ বাকি জেলায় সপ্তমী ও অষ্টমীতে মাঝারি বর্ষণের সম্ভাবনা। নবমী-দশমী জুড়ে গোটা দক্ষিণবঙ্গেই মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এ পুজোয় গরম থেকে স্বস্তি মিললেও ঠাকুর দেখার আনন্দ যে মাটি হয়ে যেতে পারে মুহূর্তের বর্ষণে, তা বলাই বাহুল্য।