Paschim Medinipur Hospital: এরও নাম হাসপাতাল!

Paschim Medinipur Hospital: এরও নাম হাসপাতাল!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 27, 2023 | 6:27 PM

বিদ্যাসাগরের গ্রামের হাসপাতালের বেহাল পরিকাঠামো, ক্ষুব্ধ রোগী থেকে পরিজনেরা। একদিকে হাসপাতলে ওষুধের অমিল, তার উপরে হাসপাতাল চত্বরে বর্ষার মাঝে পার্থেনিয়াম গাছের জঙ্গলে ভর্তি।হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলছে সকলেই।

বিদ্যাসাগরের গ্রামের হাসপাতালের বেহাল পরিকাঠামো, ক্ষুব্ধ রোগী থেকে পরিজনেরা। একদিকে হাসপাতলে ওষুধের অমিল, তার উপরে হাসপাতাল চত্বরে বর্ষার মাঝে পার্থেনিয়াম গাছের জঙ্গলে ভর্তি।হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলছে সকলেই।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বিদ্যাসাগরের গ্রামের বীরসিংহ উপস্বাস্থ্য কেন্দ্রের ছবিটা ঠিক এমনই। ৩০ টি বেড যুক্ত বীরসিংহ উপ স্বাস্থ্য কেন্দ্রটি এলাকার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ, প্রতিনিয়ত শতাধিক রোগীরা আসা যাওয়া করেন এই হাসপাতালে।হাসপাতাল চত্বরে পার্থেনিয়াম গাছের জঙ্গলে ভর্তি, এক কথায় অস্বাস্থ্যকর পরিবেশ হাসপাতাল চত্বর।তার উপরে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে পাওয়া যাচ্ছে না একাধিক ওষুধ, সেই ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে রোগী ও তার পরিজনদের । যদিও এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সাবির বলেন, রোগীদের কথা ভেবেই কিছু ওষুধ বাইরে থেকে কিনে আনতে বলা হয়। যারা বলেন তাদের সামর্থ্য নেই তাদের সেই ওষুধ লেখা হয়নি, আর হাসপাতাল চত্বরে পার্থেনিয়াম গাছ নিয়ে চিকিৎসক বলেন, আমরা জানি এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ব্লকের বিডিও থেকে শুরু করে বি এম ও ইচ প্রত্যেককেই বিষয়টি জানিয়েছি, কয়েক দিনের মধ্যেই তা পরিষ্কার করে দেয়া হবে ।