BSNL Recharge Plans: ৩ মাসে খরচ মাত্র ২২ টাকা!
BSNL: প্রত্যেক মাসে রিচার্জ করতে অনেক টাকা খরচ হয়। বিভিন্ন টেলিকম সংস্থা বাড়িয়ে যাচ্ছে তাদের রিচার্জ প্ল্যান।
প্রত্যেক মাসে রিচার্জ করতে অনেক টাকা খরচ হয়। বিভিন্ন টেলিকম সংস্থা বাড়িয়ে যাচ্ছে তাদের রিচার্জ প্ল্যান। ৩ মাসের জন্যও আছে একাধিক রিচার্জ প্ল্যান। আবার কিছু প্ল্যান আছে যার বৈধতা ১ বছরের জন্য। এমন একটি প্ল্যান আছে যার জন্য আপনার খরচ খুব বেশি হবে না। সাধারণ মানুষকে ফোনের রিচার্জ করতে খরচ করতে হবে ৩০ টাকারও কম। BSNL খুব সস্তায় একটি প্ল্যান এনেছে। সেই প্ল্যানের খরচ ২২ টাকা । মাত্র ২২ টাকা খরচ করেই বৈধতা পাবেন ৯০ দিনের জন্য। একবার রিচার্জ করলেই ৩ মাসের জন্য নিশ্চিন্ত। এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারে সুযোগ নেই। কল রেটও খুব সস্তা এই প্ল্যানে। স্থানীয় এবং STD কল করার জন্য আপনাকে দিতে হবে ৩০ পয়সা প্রতি মিনিটে।
Latest Videos