Driving Tips: আগে গরম করুন তারপর…
গাড়ির প্রাণ ইঞ্জিনে থাকে। গাড়ির হৃদপিণ্ড বা মস্তিষ্ক আসলে ইঞ্জিন। চালকেরা অনেক সময় ইঞ্জিন সম্পর্কে ওয়াকিবহাল থাকেন না। ভুলভাবে গাড়ি চালানোয়, ক্ষতি হয় গাড়ির। আর তখন মিসবিহেভ করে আপনার সাধের গাড়ি। অটোমোবাইল এক্সপার্টরা বলছেন ছোটখাটো কিছু বিষয় মাথায় রাখলে এই ক্ষতি এড়ানো যায়।
গাড়ির প্রাণ ইঞ্জিনে থাকে। গাড়ির হৃদপিণ্ড বা মস্তিষ্ক আসলে ইঞ্জিন। চালকেরা অনেক সময় ইঞ্জিন সম্পর্কে ওয়াকিবহাল থাকেন না। ভুলভাবে গাড়ি চালানোয়, ক্ষতি হয় গাড়ির। আর তখন মিসবিহেভ করে আপনার সাধের গাড়ি। অটোমোবাইল এক্সপার্টরা বলছেন ছোটখাটো কিছু বিষয় মাথায় রাখলে এই ক্ষতি এড়ানো যায়। গাড়ি স্টার্ট করলেই ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করা শুরু করে না।
ইঞ্জিনের বিভিন্ন পার্টসে তেল গিয়ে সেগুলিকে লুব্রিকেট করে। তাই ইগনেশন অন করার পর গাড়িটিকে ‘ওয়ার্ম আপ’ করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। এটা না করে গাড়ির চাবি ঘুরিয়ে স্টার্ট করেই চালাতে শুরু করলে ইঞ্জিনের পার্টসের ঘর্ষণে ইঞ্জিনের ক্ষতিই হয়। তাছাড়া এতে ইঞ্জিন সর্বোচ্চ শক্তি ডেলিভার করতেও পারে না। শীতকালে বা ঠান্ডা পরিবেশে ইঞ্জিন গরম হতে একটু বেশি সময় নেয়। তাই সেই সময় আপনার গাড়ি স্টার্ট করে কয়েক মিনিট অপেক্ষা করুন। ইঞ্জিন গরম করে তারপরেই চালান গাড়ি। অটোমোবাইল বিশেষজ্ঞরা বলছেন ইঞ্জিন স্টার্ট দিয়ে ২-৩ মিনিট অপেক্ষা করতে। এতে ইঞ্জিনের কলকব্জায় যায় তেল পৌঁছয়। এছাড়াও আরও একটি বিষয় মাথায় রাখুন। স্টার্ট দিয়েই হাই স্পিড তুলবেন না। তাতে ইঞ্জিনের ক্ষতি হয় আখেরে।