WHAT INDIA THINKS TODAY: নেপোটিজম নিয়ে চাঁচাছোলা মন্তব্য রবিনা টন্ডনের
২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি অবধি অনুষ্ঠিত ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভেরই প্রথম দিনে হাজির ছিলেন অভিনেত্রী রবিনা টন্ডন। নিউজ় নেটওয়ার্ক টিভি নাইন আয়োজিত ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর নক্ষত্র সম্মানে সম্মানিত করা হল রবিনা টন্ডনকে।
২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি অবধি অনুষ্ঠিত ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভেরই প্রথম দিনে হাজির ছিলেন অভিনেত্রী রবিনা টন্ডন। নিউজ় নেটওয়ার্ক টিভি নাইন আয়োজিত ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর নক্ষত্র সম্মানে সম্মানিত করা হল রবিনা টন্ডনকে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও TV9 নেটওয়ার্কের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর বরুণ দাসের হাত থেকে ‘এভার শাইনিং স্টার অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন অভিনেত্রী রবিনা টন্ডন। FEMALE PROTAGONIST – THE NEW HERO– এই বিভাগে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয় তাঁকে। বলিউডের স্বজনপোষণ তথা নেপোটিজম নিয়ে প্রশ্নও রাখা হয় রবিনার কাছে। বলিউডের স্বজনপোষণ অর্থাৎ নেপোটিজম নিয়ে প্রশ্ন রাখা হয় রবিনার কাছে। রাখঢাক না করেই, নেপোটিজম নিয়ে চাঁচাছোলা মন্তব্য করেন অভিনেত্রী।