Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip: টলিপাড়ায় দুই জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে কী নিয়ে ঝামেলা?

Tollywood Gossip: টলিপাড়ায় দুই জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে কী নিয়ে ঝামেলা?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 24, 2023 | 11:30 PM

এ নিয়ে তাঁর মতামত জানতে টিভি নাইন বাংলা যোগাযোগ করেছিল সৌমিতৃষার সঙ্গে। যদিও তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তিনি তাঁর প্রথম বাংলা ছবির মুক্তি নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন। তাই কে ঠিক কী বলেছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। আর তা নিয়ে মন্তব্যও করতে চান না।

বিয়ে করলেন আরবাজ
রবিবার কাউকে আগাম কিছু না জানিয়েই বোন অর্পিতা শর্মার বাড়িতেই চুপিসারে শুভকাজ সেরে ফেললেন অভিনেতা আরবাজ খান। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন। হাজির ছিলেন খোদ সলমন খানও। আরবাজের পাত্রী হলেন সুরাহ খান, যিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট।

কত ছোট দ্বিতীয় স্ত্রী?
প্রাক্তন প্রেমিকা জর্জিয়া ও আরবাজের বয়সের ফারাক ছিল বিস্তর। প্রায় ২৩ বছরের ছোট ছিলেন জর্জিয়া। আর এখন? দ্বিতীয় স্ত্রী সুরাহ খান ও আরবাজের বয়সের ফারাক কত? এই মুহূর্তে আরবাজের বয়স ৫৭ বছর। ওদিকে সুরাহর বয়স ৪১ বছর। যদিও ভালবাসা আর কবেই বা বয়স দেখে হয়েছে?

 

 

ক্ষমা চাইলেন সন্দীপ
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছে রশ্মিকা মন্দনাকে। অভিনেতার স্ত্রী গীতাঞ্জলির চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। যদিও রশ্মিকা অভিনীত চরিত্রটি করার কথা ছিল পরিণীতির। সন্দীপ তাঁকে বাদ দিয়ে দেন। ছবি হিট হতেই পরিণীতির কাছে ক্ষমা চেয়ে সন্দীপ বলেন, “ওঁর মধ্যে আমি কখনই গীতাঞ্জলিকে দেখতেই পাইনি, আসলে কিছু কিছু চরিত্র সবার জন্য নয়।’’

অবশেষে হনিমুন

২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধেন রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়া। বিয়ের পর প্রায় তিন মাস পেরিয়ে গিয়েছে। এই তিন মাস নিজের ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন পরিণীতি। অন্য দিকে রাঘবেরও দম ফেলার ফুরসত ছিল না। ছুটি মিলতেই দু’জনে গেলেন হানিমুনে। আগামী কয়েকদিন তাঁদের কাটবে লন্ডনে।

কেমন আছেন রশিদ খান?

বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি রয়েছেন সঙ্গীতশিল্পী রশিদ খান। ব্রেইন স্ট্রোকের পর এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী?সংবাদসংস্থা PTI সূত্রে খবর, হাসপাতালের তরফে জানানো হয়েছে, ‘রবিবারও ভেন্টিলেশনেই রয়েছেন রশিদ খান। এখনও তাঁর অবস্থা সঙ্কটজনক।’

শ্রেয়ার চোখে জল

কেঁদে ফেললেন শ্রেয়া ঘোষাল। না, এ কান্না দুঃখের নয়, আনন্দের। এক রিয়ালিটি শো’র মঞ্চে বাংলার দুই ছেলে মেয়ে শুভদীপ দাস চৌধুরী ও অনন্যা পালের গান শুনেই আবেগঘন হয়ে পড়লেন গায়িকা। হরিহরণের গলায়, এ আর রহমানের সুরে, ‘বম্বে’ ছবির সেই আইকনিক গান ‘তু হি রে’ গাইছিলেন ওঁরা, আর তা শুনেই নিজেকে ধরে রাখতে পারলেন না শ্রেয়া।

 

তন্বীর ক্ষোভ

অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর উপর বেজায় চটেছেন তন্বী লাহা রায়। নাম না করেই ‘মিঠাই’কে একহাত নিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, ইনস্টাগ্রামে তাঁকে অকারণেই আনফলো করেছেন সৌমিতৃষা। তাঁর কথায়, “প্রিয় অভিনেতা/ অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দিয়েছে।”

মিঠাই কী বলছেন?

এ নিয়ে তাঁর মতামত জানতে টিভি নাইন বাংলা যোগাযোগ করেছিল সৌমিতৃষার সঙ্গে। যদিও তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তিনি তাঁর প্রথম বাংলা ছবির মুক্তি নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন। তাই কে ঠিক কী বলেছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। আর তা নিয়ে মন্তব্যও করতে চান না।

 

 

পিয়ার ‘সন্তান’ কারা?

বিগত বেশ কিছু সময় ধরেই ফেক নিউজে জর্জরিত মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী। রটেছে তাঁর নাকি সন্তান রয়েছে। এ নিয়ে সম্প্রতি একটি পোস্ট করেন তিনি। লেখেন, “আমার কোনও সন্তান নেই। কস্মিনকালেও ছিল না। দুটিও নয়, একটিও নয়। ” তাঁর ওই পোস্টেই অভিনেত্রী অনুষা বিশ্বনাথনের মজার মন্তব্য, “আমরা তো তোমার সন্তান, আমি আর অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়।”