Tyre Of Two Wheeler: টায়ারে লেখার মানে জানলে খারাপ হবে না স্কুটার
রাস্তায় বেরিয়ে স্কুটার খারাপ হয়ে গেলে চিন্তা হয়। রোজ যাতায়াতের জন্য এই হুইলারটি খুবই আরামদায়ক। স্কুটারের চাকাটা ভাল করে কখন দেখেছেন? সেখানে লেখা থাকে একটি নির্দিষ্ট সংখ্যা। অনেকেই সেই লেখার মানে জানেন না। এই সংখ্যা বুঝতে পারলে ত্রুটি ছাড়াই স্কুটার চালাতে পারবেন।
রাস্তায় বেরিয়ে স্কুটার খারাপ হয়ে গেলে চিন্তা হয়। রোজ যাতায়াতের জন্য এই হুইলারটি খুবই আরামদায়ক। স্কুটারের চাকাটা ভাল করে কখন দেখেছেন? সেখানে লেখা থাকে একটি নির্দিষ্ট সংখ্যা। অনেকেই সেই লেখার মানে জানেন না। এই সংখ্যা বুঝতে পারলে ত্রুটি ছাড়াই স্কুটার চালাতে পারবেন। টায়ারে লেখা থাকে ৩.০০। টায়ারটি কতটা চওড়া সেটা দেখলে বোঝা যায়। রিমের ব্যাস ১৮ লেখা থাকে। M/C লেখা দেখা যায়। M/C লেখা থাকে বাইক বোঝাতে। অনেক সময় ৫২ লেখা থাকে। টায়ার কতটা ওজন নিতে পারবে, সেটা বোঝা যায়। ৪০ লোড ইনডেক্স লেখা থাকলে, চাকাটি সর্বোচ্চ ১০০ কেজি ওজন নিতে পারবে। লোড ইনডেক্স ৫২ লেখা থাকলে, সর্বোচ্চ ২০০ কেজি ওজন নিতে পারবে।‘P’ লেখার মানে স্পিড সিম্বল। এই সিম্বল দেখলে বোঝা যাবে কত স্পিডে স্কুটার চালানো যাবে। এই নিয়ম গুলো মেনে চললে টায়ার বিকল হবে না।
Latest Videos