Vastu Tips: গ্য়াস ওভেন কবে কেনা শুভ জানেন?

Vastu Tips: গ্য়াস ওভেন কবে কেনা শুভ জানেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 28, 2023 | 6:55 PM

জানেন কি কোন দিনে রান্নাঘরে গ্যাস ওভেন কেনা ভাল? বাস্তুশাস্ত্র মতে, গ্যাস ওভেন বুধ ও শনিবার কেনা ভাল না। আপনি যদি বুধবার গ্যাস ওভেন কেনেন, তাহলে ঘরে বাস্তু দোষ দেখা যায়।

জানেন কি কোন দিনে রান্নাঘরে গ্যাস ওভেন কেনা ভাল? বাস্তুশাস্ত্র মতে, গ্যাস ওভেন বুধ ও শনিবার কেনা ভাল না। আপনি যদি বুধবার গ্যাস ওভেন কেনেন, তাহলে ঘরে বাস্তু দোষ দেখা যায় । শনিবারে গ্যাস ওভেন কিনলে, পরিবারে অশান্তি দেখা যায়। তাই এই ২দিন গ্যাস ওভেন না কেনা ভাল। বাস্তু মতে, বৃহস্পতিবার গ্যাস ওভেন কেনা ভাল। বৃহস্পতিবার দিনটি সরঞ্জাম কেনার জন্য খুব শুভ। ধনতেরাসেও কিনতে পারেন গ্যাস ওভেন। বাস্তুশাস্ত্র মতে, গ্যাস ওভেন রান্নাঘরের দক্ষিণ-পূর্ব কোণে রাখা শুভ। রাহু অবস্থান করে দক্ষিণ-পশ্চিম দিকে। তাই এদিক করে গ্যাস ওভেন রাখলে সংসারে অশান্তি হয়। পশ্চিম দিকে গ্যাস ওভেন রাখলে দেখা যায় আর্থিক সংকট। উত্তর-পশ্চিম দিকে গ্যাস ওভেন রাখলে কর্মজীবনে সাফল্য পাবেন।