Electric Vehicles: সেলেবদের কার গ্যারাজে কোন ইলেকট্রিক গাড়ি?
ইলেকট্রিক কারে মজেছেন দেশের নামী-দামি মানুষজন। ক্রিকেটার থেকে ফিল্মস্টার, শিল্পপতি ধনকুবেররা তাঁদের গ্যারাজে রাখছেন এই গাড়ি। ভারতের কোন সেলেবের গ্যারাজে কোন ইলেকট্রিক গাড়ি আছে জানেন?
ইলেকট্রিক কারে মজেছেন দেশের নামী-দামি মানুষজন। ক্রিকেটার থেকে ফিল্মস্টার, শিল্পপতি ধনকুবেররা তাঁদের গ্যারাজে রাখছেন এই গাড়ি। নিজের কালেকশনে কিয়া ইভি ৬ রেখেছেন ক্যাপ্টেন কুল ধোনি। ধনকুবের মুকেশ আম্বানির গ্যারাজেও আছে কিয়া ইভি ৬ । আম্বানির আছে একটি টেসলা। ভারতে প্রথম টেসলা ব্যবহারকারীদের একজন আম্বানি। একবার চার্জে ৭০৮ কিমি ছোটে এই গাড়ি। ১০০ কিমি বেগ তোলে মাত্র ৫.২ সেকেন্ডে। দাম ৬০.৯৫ লাখ থেকে ৬৫ লাখ। মহেশ বাবু থেকে চিরঞ্জীবী, রিতেশ দেশমুখ থেকে অজয় দেবগণ সবার গ্যারাজেই ই ভেহিকল। মহেশ বাবুর আছে অডি ই ট্রন দাম ১.২৬ কোটি। অজয় দেবগনের বিএমডব্লিউ আই সেভেন ই গাড়ির দাম ১.৯৫ কোটি টাকা। রিতেশ দেশমুখের আছে ২টি ইলেকট্রিক গাড়ি। বিএমডব্লিউ আই এক্স এবং টেসলা।
Latest Videos