Panchayat Board Chandrakona: প্রধান-উপপ্রধান বাছাইয়েও চলল ভোটাভুটি
Chandrakona: প্রাক্তন গ্রামপঞ্চায়েতের প্রধান শঙ্কর ঘোষকে প্রধান করে দল, উপপ্রধান হয় যমুনা দাস। কিন্তু আজ বোর্ড গঠনের মুহূর্তে বেঁকে বসেন কয়েকজন পঞ্চায়েত সদস্য। তারা দলের নির্দেশকে অমান্য করল, শুরু হয় বাকবিতণ্ডা, তার পরে ভোটাভুটি।
গ্রামপঞ্চায়েত বোর্ড গঠনে উলটপুরাণ। দলের নির্দেশকে অমান্য করল দলের এক শ্রেণীর কর্মীরা। গ্রামপঞ্চায়েতের প্রধান উপপ্রধান বাছাইয়ের ক্ষেত্রে হল ভোটাভুটি। আর এই ভোটাভুটিতে তৃণমূলকে সমর্থন করল বিজেপির এক প্রার্থী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রামপঞ্চায়েতে গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠন। জানা যায়, গ্রামপঞ্চায়েত নির্বাচনে ২৪টি আসনের মধ্যে ৪টি পায় বিজেপি, ২০ টি পায় তৃণমূল। আর সেই বোর্ড গঠনে দলীয় নির্দেশ মতো গ্রামপঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ঠিক করা হয়।
প্রাক্তন গ্রামপঞ্চায়েতের প্রধান শঙ্কর ঘোষকে প্রধান করে দল, উপপ্রধান হয় যমুনা দাস। কিন্তু আজ বোর্ড গঠনের মুহূর্তে বেঁকে বসেন কয়েকজন পঞ্চায়েত সদস্য। তারা দলের নির্দেশকে অমান্য করল, শুরু হয় বাকবিতণ্ডা, তার পরে ভোটাভুটি। আর সেই ভোটাভুটির ক্ষেত্রেও কারচুপির অভিযোগ তুলল তৃণমূলের জয়ী এক প্রার্থী।
যদিও এদিনের ভোটাভুটিতে গ্রাম পঞ্চায়েতের ২৪ জন প্রার্থী উপস্থিত থাকলেও ভোটদান পর্ব থেকে বিরত রইল ৩ বিজেপি প্রার্থী। একজন বিজেপি প্রার্থী সমর্থন করল তৃণমূলকে। ভোটাভুটিতে জয়লাভ করল কিয়াগেড়িয়া বুথের তৃণমূল প্রার্থী প্রিয়াঙ্কা ভূঁইয়া। প্রিয়াঙ্কা পেল ১৩টি ভোট। উপপ্রধান বাছাইয়ের ক্ষেত্রে কোনও ভোটাভুটি হল না এদিন। এদিনের তৃণমূলের এই বোর্ড গঠনকে কেন্দ্র করে গ্রামপঞ্চায়েতে ছিল কড়া পুলিশি পাহারা। এসডিপিও থেকে সিআই সকলেই ছিল উপস্থিত। তবে যাই হোক দলের নির্দেশকে অমান্য করে তৃণমূলের ভোটাভুটিকে কটাক্ষ করল বিজেপি নেতারা।