Two Wheeler Price Down: দাম কমবে বাইক-স্কুটারের ?
FADA চাইছে যাতে জিএসটির পরিমাণ কমিয়ে ২৮ থেকে ১৮ শতাংশ করা যায়। জিএসটির পরিমাণ কমলে উপকার হবে সাধারণ মানুষের। শহরের একটা বড় অংশের মানুষ এই বাজারের উপর নির্ভর করে। FADA এর মতে বাইক এবং স্কুটারকে বিলাসবহুল পণ্যের মধ্যে রাখা উচিত না। ২০১৬ সালে হন্ডা অ্যাক্টিভার দাম ছিল ৫২,০০০ টাকা
ভিড় বাসে বা ট্রেনে অনেকেই যাতায়াত করতে পারেন না। তাই অনেকেরই ভরসা দু চাকা। দু চাকায় ভরসা করে সহজেই বিভিন্ন জায়গায় দ্রুত যাওয়া যায়। প্রত্যেক বছরই দু চাকার বিক্রি বাড়ছে ক্রমশ। দু চাকার ক্ষেত্রে ২৮ % জিএসটি দিতে হয়। FADA চাইছে যাতে জিএসটির পরিমাণ কমিয়ে ২৮ থেকে ১৮ শতাংশ করা যায়। জিএসটির পরিমাণ কমলে উপকার হবে সাধারণ মানুষের। শহরের একটা বড় অংশের মানুষ এই বাজারের উপর নির্ভর করে। FADA এর মতে বাইক এবং স্কুটারকে বিলাসবহুল পণ্যের মধ্যে রাখা উচিত না। ২০১৬ সালে হন্ডা অ্যাক্টিভার দাম ছিল ৫২,০০০ টাকা। সেই মডেলের দাম ২০২৩ সালে হয়েছে ৮৮,০০০ টাকা। ২০২৩ সালে বাইক বিক্রিতে ভাটা পড়েছে ২০১৬ সালের নিরিখে। এক ধাক্কায় বাইক বিক্রি কমেছে ৬ %। বাইক বিক্রির হার ৭৮ শতাংশ থেকে কমে হয়েছে ৭২ শতাংশ। জিএসটি কমলে বাড়তে পারে বাইক বিক্রির পরিমাণ।
Latest Videos