South 24 Pargana News: ১৩ বছর পর মিলল ১ কোটি!
গত ১৩ বছর ধরে তিনি লটারির টিকিট কাটছেন। অতীতেও কয়েক বার লক্ষাধিক টাকা পেয়েছেন। কিন্তু এবার তাঁর ভাগ্যে জুটেছে ডিয়ার লটারির প্রথম পুরষ্কারের এক কোটি টাকা। দক্ষিণ ২৪ পরগনার সাগরের কচুবেড়িয়ার বাসিন্দা অলোকেশ মেটিয়া এক কোটি টাকার লটারি পাওয়ার পর নিরাপত্তার কারণে মঙ্গলবার রাতেই সাগর থানার শরনাপন্ন হয়েছেন।
গত ১৩ বছর ধরে তিনি লটারির টিকিট কাটছেন। অতীতেও কয়েক বার লক্ষাধিক টাকা পেয়েছেন। কিন্তু এবার তাঁর ভাগ্যে জুটেছে ডিয়ার লটারির প্রথম পুরষ্কারের এক কোটি টাকা। দক্ষিণ ২৪ পরগনার সাগরের কচুবেড়িয়ার বাসিন্দা অলোকেশ মেটিয়া এক কোটি টাকার লটারি পাওয়ার পর নিরাপত্তার কারণে মঙ্গলবার রাতেই সাগর থানার শরনাপন্ন হয়েছেন। কোটি টাকা জেতা লটারির টিকিটটা তিনি ইতিমধ্যে জমা করে দিয়েছেন থানায়। কচুবেড়িয়া-লট নম্বর আট ঘাটের পেশায় ভেসেল কর্মী মঙ্গলবার ১২৫০ টাকার টিকিট কেটেছিলেন। সন্ধ্যায় কচুবেড়িয়া ঘাটের ওই দোকানে টিকিট মেলাতে গিয়ে কার্যত হতবাক হয়ে যান তিনি। ফার্স্ট প্রাইজ জিতেছেন বিশ্বাসই হচ্ছিল না তাঁর। মধ্য পঞ্চাশের অলোকেশের কোটি টাকার লটারি জেতার খবর এখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের মুখে মুখে ঘুরছে।
Latest Videos