Windscreen Wiper: গাড়ির ওয়াইপারে লুকিয়ে আছে এত কিছু !

Windscreen Wiper: গাড়ির ওয়াইপারে লুকিয়ে আছে এত কিছু !

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 24, 2023 | 7:28 PM

মাঝেমাঝেই বৃষ্টিতে ভাসছে বাংলা। কালবৈশাখীর বৃষ্টিতেই হিমসিম অবস্থা। এবপর আসছে মৌসুমি বায়ু। বর্ষাকালে বৃষ্টির সময়ে গাড়ি নিয়ে বেরোলে সাবধানে গাড়ি চালান। বৃষ্টিতে গাড়ি চালাতে গেলে জরুরি জিনিস ওয়াইপার।

মাঝেমাঝেই বৃষ্টিতে ভাসছে বাংলা। কালবৈশাখীর বৃষ্টিতেই হিমসিম অবস্থা। এবপর আসছে মৌসুমি বায়ু। বর্ষাকালে বৃষ্টির সময়ে গাড়ি নিয়ে বেরোলে সাবধানে গাড়ি চালান। বৃষ্টিতে গাড়ি চালাতে গেলে জরুরি জিনিস ওয়াইপার। ওয়াইপারে থাকে চারটি মোড। বৃষ্টির পরিমাণের ওপর নির্ভর করে এই মোডগুলি ব্যবহার করা উচিত। গাড়ির ওয়াইপার ১২ ভোল্টের দুটি মোটরের সঙ্গে সংযুক্ত থাকে। ইলশেগুঁড়ি বৃষ্টিতে ১ নম্বর মোড ব্যবহার করুন। একটু বাড়লে ২ নম্বর মোডে দিন ওয়াইপার। বৃষ্টির জলের ঝাপটা বাড়লে ৩ নম্বর মোডে সুইচ করুন। আর মুষলধারায় বৃষ্টিতে ৪ নম্বর মোড ব্যবহার করুন। বড় ফোঁটার বৃষ্টি পরিষ্কার করতে এই মোড কার্যকর। এছাড়াও ওয়াইপার কন্ট্রোল হ্যান্ডেলে থাকে কাচ পরিষ্কার করার জন্য একটি মোড। বৃষ্টি খুব বেশি হলে গাড়ি থামিয়ে অপেক্ষা করতেই বলেন বিশেষজ্ঞরা।

Published on: May 24, 2023 07:27 PM