WHAT INDIA THINKS TODAY: ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তি থেকে রাম মন্দির নির্মাণ করেছি আমরা: নমো

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Feb 26, 2024 | 10:32 PM

WITT 2024: আমরা তৃতীয়বার ক্ষমতায় এসে ভারতের সামর্থ্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। বিকশিত ভারতের সংকল্প যাত্রায় আগামী ৫ বছর প্রগতি ও প্রশস্তির পথ হবে। আপনারা বিগ লিপের আয়োজন করলেন বলে আমিও মুখ খোলার সুযোগ পেলাম। সকলকে অনেক ধন্যবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

আগামী দশকের জন্যও আজই প্রস্তুতি নিতে হবে। স্পেস থেকে সেমিকন্ডাক্টর, ডিজিটাল থেকে ড্রোন, এআই থেকে ক্লিন এনার্জি, ভারত আজ বিশ্বের পরবর্তী ধাপে পৌঁছে গিয়েছে। ভারত আজ ডিজিটাল পেমেন্টে অন্যতম সেরা। ভারত আজ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ, সোলার ইন্সটলে এগ্রণী দেশ। ৫জিতে ইউরোপকে পিছনে ফেলে দিচ্ছে। আজ ভারত উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করছে। এই কারণে বলা হচ্ছে, ভারত ভবিষ্যৎ। আগামী ৫ বছর খুব গুরুত্বপূর্ণ। আমরা তৃতীয়বার ক্ষমতায় এসে ভারতের সামর্থ্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। বিকশিত ভারতের সংকল্প যাত্রায় আগামী ৫ বছর প্রগতি ও প্রশস্তির পথ হবে। আপনারা বিগ লিপের আয়োজন করলেন বলে আমিও মুখ খোলার সুযোগ পেলাম। সকলকে অনেক ধন্যবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 

 

আগামী দশকের জন্যও আজই প্রস্তুতি নিতে হবে। স্পেস থেকে সেমিকন্ডাক্টর, ডিজিটাল থেকে ড্রোন, এআই থেকে ক্লিন এনার্জি, ভারত আজ বিশ্বের পরবর্তী ধাপে পৌঁছে গিয়েছে। ভারত আজ ডিজিটাল পেমেন্টে অন্যতম সেরা। ভারত আজ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ, সোলার ইন্সটলে এগ্রণী দেশ। ৫জিতে ইউরোপকে পিছনে ফেলে দিচ্ছে। আজ ভারত উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করছে। এই কারণে বলা হচ্ছে, ভারত ভবিষ্যৎ। আগামী ৫ বছর খুব গুরুত্বপূর্ণ। আমরা তৃতীয়বার ক্ষমতায় এসে ভারতের সামর্থ্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। বিকশিত ভারতের সংকল্প যাত্রায় আগামী ৫ বছর প্রগতি ও প্রশস্তির পথ হবে। আপনারা বিগ লিপের আয়োজন করলেন বলে আমিও মুখ খোলার সুযোগ পেলাম। সকলকে অনেক ধন্যবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 

 

Next Video