Viral Video: প্রবল গতিতে ছুটছে বাইক, সওয়ার সাত যুবক, শেষ জন উঠেছে ঘাড়ে; রোমহর্ষক ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 10, 2023 | 5:47 PM

Latest Viral Video: এখনও পর্যন্ত এই ক্লিপটি 400 টিরও বেশি ভিউ পেয়েছে। এক ব্যক্তি কমেন্টে ইউপি পুলিশকে ট্যাগ করে লিখেছেন, "দয়া করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদের জন্যই অন্য মানুষেরা রাস্তায় বিপদে পড়ে।"

Viral Video: প্রবল গতিতে ছুটছে বাইক, সওয়ার সাত যুবক, শেষ জন উঠেছে ঘাড়ে; রোমহর্ষক ভিডিয়ো ভাইরাল

Follow Us

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। গ্রাম-গঞ্জের অনেক ভিডিয়োই ভাইরাল হয়। কখনও কৃষককে সিটে দাঁড়িয়ে বাইকে করে ফসল নিয়ে যেতে দেখা যায়। কখনও দুইজনের বদলে তিন-চারজন বসে। ট্রাফিক সিগনাল কম থাকায়, এমন কাজ করেই থাকে অনেকে। এমনকি শহরেও অনেকে বাইক চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলে না। তবে একজনের একটু ভুলের কারণেই রাস্তায় চলা অন্যজনকে বিপদে পড়তে হয়। তবে আপনি একটি বাইকে কখনও 7 জনকে বসতে দেখেছেন? শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন বাইকে আবার 7 জন হয় নাকি? এমনই একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে একটি বাইকে 7 জল বসেছে। 6 জন সিটে বসেছে। আর একজনকে কাঁধে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিয়োটি দেখলে চমকে উঠবেন।

ভিডিয়ো ক্লিপটি 22 সেকেন্ডের। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একদল ছেলে বাইক চালাচ্ছে। বাইকের পেছনে যাওয়া গাড়ির চালক ভিডিয়ো করেছে। গাড়ি বাইকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইকে বসে থাকা যুবকের দল গাড়িতে উঁকি দিতে থাকে। তাদের দেখে মনে হচ্ছে, এভাবে বাইক চালিয়ে তারা উচিত কাজ করছেন বলেই মনে করছে। একটি বাইকে সাতজন চড়া শুধু ট্রাফিক নিয়ম লঙ্ঘনই নয়, প্রাণঘাতীও বটে। ভাইরাল হওয়ার জন্য এমন মানুষ কত কী-ই না করে।


এই ভিডিয়োটি 9 আগস্ট টুইটার ব্যবহারকারী @imrajni_singh পোস্ট করেছেন। ‘হাপুর পুলিশ’-কে ট্যাগ করে লিখেছেন- “বাইকে সাত আরোহী, ভাইরাল হাপুর ভিডিয়ো!” এখনও পর্যন্ত এই ক্লিপটি 400 টিরও বেশি ভিউ পেয়েছে। এক ব্যক্তি কমেন্টে ইউপি পুলিশকে ট্যাগ করে লিখেছেন, “দয়া করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদের জন্যই অন্য মানুষেরা রাস্তায় বিপদে পড়ে।”

Next Article