Viral Video: সাপে-নেউলে নয়, সাপে-বিড়ালে লড়াই দেখেছেন? একেবারে রক্তক্ষয়ী যুদ্ধ!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 10, 2023 | 6:40 PM

Latest Viral Video: ভিডিয়োটি @DinuEugenia নামের একটি আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র 59 সেকেন্ডের এই ভিডিয়োটি এখন পর্যন্ত 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ বার দেখা হয়েছে।

Viral Video: সাপে-নেউলে নয়, সাপে-বিড়ালে লড়াই দেখেছেন? একেবারে রক্তক্ষয়ী যুদ্ধ!

Follow Us

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রাণীর ভিডিয়ো ভাইরাল হয়। কখনও পশু পাখিদের মধ্যে বন্ধুত্ব দেখে মুখে হাসি আসা ছাড়া আর কোনও উপায় থাকে না। আবার কখনও কিছু লড়াইয়ের ভিডিয়োও চোখে পড়ে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি সাহসী বিড়াল কুমিরের মুখ থেকে খাবার বের করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু চারিদিকে সাহসী বিড়ালের কমতি নেই। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে আপনি সাপ ও বিড়ালের মধ্যে বিপজ্জনক লড়াই দেখতে পাবেন। এই ভিডিয়োতে তিনটি ভিন্ন ক্লিপ যোগ করা হয়েছে। তিনটি ভিডিওতেই বিড়াল আর সাপের লড়াই দেখানো হয়েছে।ট

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি পোষা বিড়াল এবং বিষাক্ত কোবরা লড়াই করে চলেছে। কোবরাটি তার দিকে ফনা তুলে ফোঁস করতেও বিড়ালটি একটুও ভয়ে পিছিয়ে যাচ্ছে না। বরং উল্টে তার দিকে এগিয়ে যাচ্ছে। আর সাপটিকে আক্রমণ করার চেষ্টা করছে। এভাবে অনেকক্ষণ চলতে থাকে। পরে কোবরা পরাজয় স্বীকার করে সেখান থেকে চুপচাপ চলে যায়। এর পরে, দ্বিতীয় ক্লিপেও বিড়াল এবং সাপের মধ্যে মারামারি দেখতে পাবেন। আর তৃতীয় ক্লিপেও বিড়াল এবং সাপের মধ্যে প্রচণ্ড লড়াই হতে দেখা যাবে। এমনকি এতেও সাপটি হার মেনে সেখান থেকে পালিয়ে যায়।


ভিডিয়োটি @DinuEugenia নামের একটি আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র 59 সেকেন্ডের এই ভিডিয়োটি এখন পর্যন্ত 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ বার দেখা হয়েছে। আর 21 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী মজার ছলে লিখেছেন, “এই বিড়ালগুলি অন্য গ্রহ থেকে এসেছে বলে মনে হচ্ছে।”

Next Article