Viral Video: কাঠফাটা রোদে রাস্তায় চেয়ার ঘষে ব্যাঙ্কে, টাকা তুলতে বৃদ্ধার কঠিন কসরত

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 22, 2023 | 9:23 AM

Latest Viral Video: ভিডিয়োটি ওড়িশার, যেখানে ভাঙা চেয়ারের সাহায্যে প্রচণ্ড রোদে রাস্তা দিয়ে হাঁটছেন এক বৃদ্ধা। বৃদ্ধা মহিলাকে তার পেনশনের টাকা তুলতে হয়। এ জন্য ব্যাঙ্কে এভাবে যেতে বাধ্য হন তিনি।

Viral Video: কাঠফাটা রোদে রাস্তায় চেয়ার ঘষে ব্যাঙ্কে, টাকা তুলতে বৃদ্ধার কঠিন কসরত

Follow Us

Viral Video Today: বর্তমানে যে প্রচণ্ড হারে গরম পড়্ছে তা আর আলাদা করে বলার অপেক্ষা থাকে না। গরমের কারণে মানুষের ঘরের বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। কিন্তু বহু মানুষকেই প্রতিদিনের রোজগারে বেরতে হচ্ছে। দারিদ্রতা যে কী ভয়ঙ্কর রূপ নিতে পারে তা তারাই জানে, যারা প্রতিনিয়ত এর সম্মূখীন হয়েছে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজ়েনরা চোখের জল আটকে রাখতে পারেননি। ভিডিয়োটি ওড়িশার, যেখানে ভাঙা চেয়ারের সাহায্যে প্রচণ্ড রোদে রাস্তা দিয়ে হাঁটছেন এক বৃদ্ধা। বৃদ্ধা মহিলাকে তার পেনশনের টাকা তুলতে হয়। এ জন্য ব্যাঙ্কে এভাবে যেতে বাধ্য হন তিনি। কিন্তু কেনই বা সেই ভাঙা চেয়ার নিয়ে হাঁটতে হল তাকে? কারণ কী?

ভিডিয়োয় যে বৃদ্ধাকে দেখা যাচ্ছে তার নাম সূর্য হরিজন। ভিডিয়োটি ওড়িশার নবরংপুর জেলার। ভিডিয়োয় দেখা যাচ্ছে, 70 বছর বয়সী এক বৃদ্ধা তার পেনশন তুলতে যাওয়ার জন্য ভাঙা চেয়ারের সাহায্যে খালি পায়ে গরম রাস্তায় হাঁটছেন। বৃদ্ধা মহিলার বাড়ি ঝারিগান ব্লকের বানুগুদা গ্রামে। বাড়ি থেকে অনেক দূরে রয়েছে এসবিআই ব্যাঙ্ক। আর সেখান থেকেই পেনশন তুলতে এভাবে হেঁটে যেতে বাধ্য হন ওই মহিলা। কিন্তু ওভাবে হেঁটে যাওয়ার কারণও জানা গিয়েছে।

এই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ওড়িশার সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেন। এরপরই বেরিয়ে আসে ব্যাঙ্কের ম্যানেজারের বক্তব্য। তিনি বলেন, “ওই বৃদ্ধা মহিলার হাতের আঙুল ভেঙে গিয়েছে। এ কারণে তাঁর টাকা তুলতে বেশ সমস্যা হচ্ছে। শীঘ্রই তিনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন।”

এক প্রতিবেদনে জানা গিয়েছে যে, বৃদ্ধা মহিলা গত চার মাস ধরে তার পেনশন পাননি। এ কারণে তার পায়ের চিকিৎসাও করতে পারছেন না। তবে মহিলাটির ভরণপোষণের জন্য অর্থের প্রয়োজন ছিল। এ কারণে তিনি পায়ে হেঁটে ব্যাঙ্কে যেতে বাধ্য হন।

Next Article